বেনাজল ভেট (Benazol Vet) বোলাস। অ্যালবেন্ডাজল (Albendazole) গ্রুপের শক্তিশালী কৃমিনাশক। গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল সকল প্রাণি এমনকি মানুষও অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক ঔষধ খেয়ে থাকে।

বেনাজল ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | বেনাজল ভেট (Benazol Vet) |
ঔষধের গ্রুপ | কৃমিনাশক ঔষধ |
ঔষধের ধরন | বোলাস |
মুল উপাদান ও পরিমান | প্রতি মিলিতে আছে অ্যালবেন্ডাজল ইউএসপি ৬০০ মি.গ্রা.। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদি পশুর গোলকৃমি, ফুসফুস কৃমি, ফিতা কৃমি ইত্যাদির চিকিৎসায়। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গরু/মহিষ- ১ টি বোলাস ৬০-৮০ কেজি দৈহিক ওজনের জন্য। ছাগল/ভেড়া- ১ টি বোলাস ৮০-১২০ কেজি দৈহিক ওজনের জন্য। ঘোড়া- ১ টি বোলাস ৮০ কেজি বডি ওয়েটের জন্য। কুকুর/বিড়াল- ১ টি বোলাস ৪০ কেজি দৈহিক ওজনের জন্য। গবাদি পশুর বিভিন্ন প্রকার কৃমি প্রতিরোধে উত্তম ও কার্যকর ফলাফল পেতে প্রতি ৩-৪ মাস অন্তর অন্তর খাওয়াতে হবে। |
প্রত্যাহার কাল | মাংস- ১৪ দিন। দুধ- ২.৫ দিন। |
প্যাক সাইজ | ৫><৪ (২০) টি বোলাস |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |
এটি গর্ভাবস্থায় নিরাপদ। ছোট প্রাণি যেমন ছাগল, ভেড়া, কুকুর, বিড়ালকে ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপের ঔষধ ব্যবহার করা যায় না। এসকল প্রাণিদের কে এলবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক নিরাপদে ব্যবহার করা যায়।
গবাদি পশুর খামার থেকে সর্বোচ্চ উৎপাদন ও পশুর সুস্থতার জন্য সবসময় কৃমি মুক্ত রাখুন। গবাদি পশুকে সঠিক নিয়মে কৃমি মুক্ত করার নিয়ম যানতে পড়ুন-
১. গরুর কৃমি রোগ ও কৃমিনাশক ঔষধ