ফেনাজল ভেট (Fenazol Vet)

ফেনাজল ভেট (Fenazol Vet)

ফেনাজল ভেট (Benazol Vet)। ছাগল, ভেড়া ও বাছুরের কৃমিনাশক ট্যাবলেট ও হাঁস-মুরগির জন্য সিরাপ। ফেনাজল ভেট যা গবাদি পশু পালনে প্রচুর ব্যবহার করা হয়। ঔশধ টি নিরাপদ ও শক্তিশালী। এটি ছাগলের কৃমির ট্যাবলেট বা দেশি মুরগির কৃমিনাশক ঔষধ।

ফেনাজল ভেট

ফেনাজল ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামফেনাজল ভেট (Fenazol Vet)
ঔষধের গ্রুপকৃমিনাশক ঔষধ
ঔষধের ধরনবোলাস ও লিকুইড
মুল উপাদান ও পরিমানবোলাস- প্রতি বোলাছে আছে ফেনবেন্ডাজল (fenbendazole) বিপি ২৫০ মি.গ্রা.।
লিকুইড- প্রতি মিলিতে আছে ফেনবেন্ডাজল বিপি ২০০ মি.গ্রা.।
কাজ বা ব্যবহার নির্দেশনাছাগল, ভেড়া ও বাছুরের গোলকৃমি, ফুসফুসের কৃমি ও ফিতা কৃমি ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।
কুকুর ও বিড়ালের গোলকৃমি ও ফিতাকৃমির চিকিৎসায় নির্দেশিত।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
বোলাস-
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
গরু/মহিষ/ঘোড়া- ১ টি বোলাস ৩৩ কেজি দৈহিক ওজনের জন্য। এক বার।
ছাগল/ভেড়া-প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ৫ মি.গ্রা. ফেনবেন্ডাজল হিসাবে। এক বার।
কুকুর/বিড়াল- প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ১০০ মি.গ্রা. ফেনবেন্ডাজল হিসাবে। এক বার।
লিকুইড-
গরু- ১ মি.লি./২৫ কেজি দৈহিক ওজন হিসাবে একবার খাওয়াতে হবে।
ঘোড়া- ১ মি.লি./২০-৪০ কেজি দৈহিক ওজন হিসাবে একবার খাওয়াতে হবে।
কুকুর- ১ মি.লি./২ কেজি দৈহিক ওজন হিসাবে একবার খাওয়াতে হবে।

গবাদি পশুর বিভিন্ন প্রকার কৃমি প্রতিরোধে উত্তম ও কার্যকর ফলাফল পেতে
প্রতি ৩-৪ মাস অন্তর অন্তর খাওয়াতে হবে।
প্রত্যাহার কালমাংস- ১৪ দিন।
দুধ- ৩ দিন।
প্যাক সাইজবোলাস- ৫><৪ (২০) টি বোলাস/বক্স
লিকুইড- ১০০ মি.লি. ও ৫০০ মি.লি. বোতল
উৎপাদনকারী প্রতিষ্ঠানদি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)

কৃমির কারনে পশু দিন দিন শুকিয়ে যাবে খাওয়ার রুচিকমে যাবে।শরীরে রক্ত স্বল্পতা দেখা দেবে । ঘন ঘনপাতলাখানা, পেটফাঁপা, শরীর দূর্বল হয় । লোমফেকাসে হয়ে যায়,থেলাজিয়া কৃমির কারনে চোঁখদিয়ে পানি ঝড়তে দেখা যায় ।

অতিরিক্ত ফুসফুসকৃমিতে আক্রান্ত হলে নাকের নিচে সর্দিলেগে থাকে সবসময় এবং কোন চিকিৎসা দিয়েওসর্দি কাশি ভাল করা যায় না ।

প্রজনন ক্ষমতা কমেযাওয়া হিটে না আসা, বিভিন্ন চর্মরোগ দেখাদেওয়া, ইত্যাদি আরো অনেক সমস্যা দেখা দিতেপারে । কিন্তু নিয়মিত কিছু ঔষধ ব্যবহার করলে এইসকল সমস্যা থাকবে না এবং পশু গুলো খুবই ভালথাকবে আর উৎপাদনশীলতা বজায় থাকবে ।

গবাদি পশুর কলিজা কৃমি সম্পর্কে বিস্তারিত জানুন- গবাদিপশুর কলিজা কৃমির সংক্রমন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *