ছোট ফল গাছের বাগান

ছোট ফল গাছ

ছোট ফল গাছ দেখতে যেমন সুন্দর হয় তেমনি অল্প যায়গায় অনেক প্রজাতির ছোট ফল গাছ রোপন ও বড় করে একটি সুন্দর ফলের বাগান তৈরি করা সম্ভব। তাহলে যেনে নেওয়া যাক কোন কোন গাছ বেশি বড় না হয়ে ছোট অবস্থায় ফল দিয়ে থাকে।

ছোট ফল গাছের তালিকা

নিচে একটি দেশীয় ছোট ফল গাছের তালিকা প্রদান করা হলো।

  1. জাম্বুরা গাছ
  2. লেবু গাছ
  3. তুঁত গাছ
  4. পেঁপে গাছ
  5. বরই গাছ
  6. বেদানা গাছ
  7. পেয়ারা গাছ
  8. শরিফা ফল গাছ
  9. কলা গাছ
  10. করমচা গাছ
  11. বেতফল গাছ
  12. ড্রাগন ফল গাছ
  13. আনারস গাছ
  14. পেঁপে গাছ
  15. তরমুজ গাছ
  16. কতবেল গাছ
  17. আতা গাছ
  18. মেওয়া গাছ
  19. কামরাংগা গাছ

অপ্রচলিত ফল গাছের চাষ

কতবেল, কলা গাছের মতো প্রচলিত ও পরিচিত ফলগাছ সহ আরও জায়গা করে নিয়েছে বিলাতি আমড়া, নানা জাতের লেবু, তৈকর, করমচা, লটকন, অড়বরই, তুঁতফল, বেতফল ও ড্রাগন ফল গাছের মতো অপ্রচলিত ফল গাছের চাষ হচ্ছে।

প্রচলিত ছোট ফল গছের চাষ

কলা, পেয়ারা, আনারস, পেঁপে, তরমুজ, লিচু, কুল, নারকেল, বিভিন্ন লেবু ইত্যাদি ফল গাছ আমাদের দেশে প্রচুর দেখতে পাওয়া যায় এগুলোর উৎপাদনও ভালো হয়।বেল, কতবেল, আমড়া, কমলা, কামরাঙা, করমচা ইত্যাদি খুব তারাতাড়ি ফল দিতে শুরু করে।

আরো দেখুনঃ গাছের খাদ্য উপাদান ও সার