রেনামাইসিন ভেট (Renamycin vet) হলো রেনাটা কোম্পাণির অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়টিক ঔষধ। অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এন্টিবায়োটিক বলতে বাংলাদেশের অধিকাংশ খামারীরা রেনামাইসিন ব্যবহার করে। কবুতরের রেনামাইসিন ট্যাবলেট এর কাজ পাতলা পায়খানা, রানীক্ষেত, রক্ত আমাশয় ইত্যাদি রোগে।
রেনামাইসিন ১০০ ইনজেকশন (Renamycin vet 100 Injection) ঔষধ পরিচিতি
ঔষধের নাম | রেনামাইসিন ১০০ ইনজেকশন (Renamycin vet 100 Injection) |
ঔষধের গ্রুপ | এন্টিবায়টিক |
ঔষধের ধরন | ইনজেকশন |
মুল উপাদান ও পরিমান | অক্সিটেট্রাসাইক্লিন ১০০ মিলিগ্রাম/মিলি |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
প্যাক সাইজ | ১০ মিলি ও ১০০ মিলি ভায়াল |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদিপশুর বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে ব্যবহার করা হয়। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | |
দাম (খুচরা মূল্য) |

রেনামাইসিন ইনজেকশন (Renamycin Injection)ঔষধ পরিচিতি
ঔষধের নাম | রেনামাইসিন ইনজেকশন (Renamycin vet Injection) |
ঔষধের গ্রুপ | এন্টিবায়টিক |
ঔষধের ধরন | ইনজেকশন |
মুল উপাদান ও পরিমান | অক্সিটেট্রাসাইক্লিন ৫০ মিলিগ্রাম/মিলি |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
প্যাক সাইজ | ১০ মিলি ভায়াল |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদিপশুর বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে ব্যবহার করা হয়। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | |
দাম (খুচরা মূল্য) |

রেনামাইসিন ট্যাবলেট (Renamycin Af Tablet) ঔষধ পরিচিতি
ঔষধের নাম | রেনামাইসিন ট্যাবলেট (Renamycin vet Tablet) |
ঔষধের গ্রুপ | এন্টিবায়টিক |
ঔষধের ধরন | ট্যাবলেট |
মুল উপাদান ও পরিমান | অক্সিটেট্রাসাইক্লিন ৫০০ মিলিগ্রাম/ট্যাবলেট |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | রেনাটা লিমিটেড |
প্যাক সাইজ | ৪x৫ বক্স |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদিপশুর বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে ব্যবহার করা হয়। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | |
দাম (খুচরা মূল্য) |
কবুতরের বিভিন্ন রোগে রেনামাইসিন ট্যাবলেট এর কাজ
কবুতরের ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগে রেনামাইসিন ট্যাবলেট প্রচুর ব্যবহার হয়ে থাকে।
কুতরের ভােইরাস জনিত রোগ যেমন- রানীক্ষেত, গুটি বসন্ত, ইনক্লশন বডি হেপাটাইটিস ইত্যাদি রোগে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার ইনফেকশন রোধে এই এন্টিবায়টিক ট্যাবলেট প্রয়োগ করা যেতে পারে।
এছাড়াও ব্যাকটেরিয়াল ডিজিস যেমন- কলেরা, সালমোনেলোসিস ইত্যাদি রোগে ব্যবহার করা যায়।

দেশি মুরগির রোগে রেনামাইসিন ট্যাবরেট এর কাজ
দেশি মুরগিতে রেনামাইসিন ব্যবহারের অনেকগুলো অপশন রয়েছে। দেশি মুরগির ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগে এই ঔষধ ব্যবহার করা হয়। মুরগির রানীক্ষেত বা চুনা পায়খানা বোগ বেশি দেখা যায়। যেহেতু দেশি মুরগির পারিবারিক খামারে অল্প মুরগির জন্য দামি ও বড় প্যাক সাইজের ঔষধ ব্যবহার সম্ভব হয় না তাই রেনামাইসিন ট্যাবলেট একটি সাস্রয়ী পন্য।
ছাগল গরুর বিভিন্ন রোগে রেনামাইসিন
ছাগল গরুর ছোটখাট রোগে, পাতলা পায়খানা, ঠান্ডা ইত্যাদি রোগে এই ঔষধ ব্যবহার করা যেতে পারে। বাছুর বা ছাগরের বাচ্চার ক্ষেত্রে সাবধানে এই ঔষধ ব্যবহার করতে হবে। কেননা ডোজ বেশি হলে বাছুর বা ছাগলের বাচ্চা মারা যেতে পারে।
আরো পড়ুন: রেনা ডব্লিউ এস (Rena ws powder)
can i use this medicine on quail bird