পন্ড কেয়ার (Pond Care)- পুকুর ব্যবস্থাপনায় কার্যকারী প্রোবায়োটিক। পন্ড কেয়ার প্রোবায়োটিক এসকেএফ কোম্পাণির একটি পুকুর ম্যনেজমেন্ট প্রোডাক্ট। পুকুর ও অন্যান্য জলাসয়ের পানির ক্ষতিকর জীবানু ধ্বংষ করতে ও উপকারি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। ফলে পানি বিশুদ্ধ হয়, প্রকৃতিক খাদ্য তৈরি বৃদ্ধি পায়, মাছের রোগ কম হয়, সর্বপরি মাছের উৎপাদন বৃদ্ধি পায়।
পন্ড কেয়ার প্রোবায়োটিকের পরিচিতি
প্রোডাক্টের নাম | পন্ড কেয়ার (Pond Care) |
উপাদান | উপকারী ব্যাকটেরিয়া (প্রোবায়োটিক) এবং প্রিবায়োটিক বা ছত্রাক সমূহ ২২x১০/৯ সিএফইউ/গ্রাম। |
ফরমুলেশন | পাউডার |
ব্যবহার | জলাশয়ের পানির পরিবেশ ঠিকরাখতে পুকুরের পানিতে, বায়োফ্লক ট্যাংকে, ঘেরে, হাওড়-বাওড়ের পানিতে ব্যবহার করা যেতে পারে। |
সতর্কতা | জলাশয়ে পন্ড কেয়ার প্রয়োগের সময় কোন প্রকারের জীবানুনাশক ব্যবহার করা যাবে না। |
প্যাক সাইজ | ৫০ গ্রাম |
বাজারজাতকারী | এসকেএফ ফার্মাসিটিক্যালস লিঃ (এনিমেল হেল্থ্য ডিভিশন) |
দাম (খুচরা মূল্য) | — টাকা |
পন্ড কেয়ারের কার্যকারীতা
- এটি একটি প্রোবায়োটিক ও প্রিবায়োটিকের আদর্শ সংমিশ্রণ যা মাছ ও চিংড়ি চাষের জন্য অত্যান্ত সহায়ক।
- এটি পুকুর বা ঘেরের তলদেশের মাটি ও অন্যান্য জৈব পদার্থ শোধণ ও শোষণ করে পরিবেশ উন্নত করে।
- ব্যবহারে কালো কাদা ও ক্ষতিকর গ্যাস সৃষ্টি হয় না।
- ক্ষতিকর জীবাণু ধ্বংস ও বিস্তার রোধ করে বিধায় মাছ ও চিংড়ির রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
- প্লাংটন ব্লুম নিয়ন্ত্রণ করে।
- নিয়মিত ব্যবহারে পানির গুনাগুণ অক্ষুন্ন থাকে ফলে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়।

ব্যবহারের নিয়ম
প্রতি একরে (১০০ শতাংশ) ৩-৪ ফুট পানির গভীরতার জন্য।
জলজ প্রজাতি | প্রতিরোধে ব্যবহার | চিকিৎসায় ব্যবহার | সময়কাল |
মাছ | ৫০ গ্রাম | ৭৫ গ্রাম | ১৫-২০ দিন অন্তর |
গলদা চিংড়ি | ৫০ গ্রাম | ৭৫ গ্রাম | ৭-১০ দিন অন্তর |
বাগদা চিংড়ি | ১০০-১৫০ গ্রাম | ২০০-৩০০ গ্রাম | ৭-১০ দিন অন্তর |
বায়োফ্লক মাছ চাষে ব্যবহারের নিয়ম
বায়োফ্লক মাছ চাষে প্রতি ১০০০ লিটার পানিতে ১০ গ্রাম করে ১০ দিন অন্তর অন্তর ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন।
সাধারণ ব্যবহার
প্রতি ৫০ গ্রাম পন্ডকেয়ার, পুকুরের ১০ লিটার পানি এবং ১০০ গ্রাম চিনি/চিটাগুড় ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিটের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দিন। এর পর সর্বত্র সমান ভাবে ছিটিয়ে দিন। প্লাংটন ব্লুম নিয়ন্ত্রেনে উল্যেখিত মাত্রায় সনাধার পরে প্রয়োগ করুন।
শেষ কথা
পরিশেষে পন্ড কেয়ারের রিভিউ পোস্টে এটায় বলবো জলাশয়ের পানির বিশুদ্ধতা ঠিক রাখতে এর ব্যবহার প্রচুর হয়ে থাকে। এসকেএফ কোম্পাণির পণ্যটি মৎস্য খামারিদের আস্থা অর্জন করতে পেরেছন।
আরো পড়ুন- মাছ চাষ শুরুর পূর্বের পরামর্শ
Pond care price