গরুকে পানি খাওয়ানোর সঠিক নিয়ম

গরুকে পানি খাওয়ানোর সঠিক নিয়ম

গরুকে পানি খাওয়ানোর সঠিক নিয়ম নিয়ে ভিন্নমত থাকাটা স্বাভাবিক। তবে গরুকে পানি খাওয়ানোর ব্যবস্থাপনার কিছু বিবেচ্য বিষয় অবশ্যই রয়েছে। আজ জানবো গরুর পানির চাহিদা, গুরুত্ব ও পানি খাওয়ানোর নিয়ম সম্পর্কে। পাঠকের কাছে অনুরোধ রাখবো লেখাটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন। লেখার শেষে কমেন্ট ও শেয়ার করার অপশন পাবেন।

গরুর শরীরে পানির গুরুত্ব ও প্রয়োজনীয়তা

পানি গরুর শরীরের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়ায় অংশ নেয়। পানি ব্যাতিরেকে গরুর শরীরবৃত্তিয় কোন কাজই সম্পন্ন হয় না। শীতের আবহাওয়ার সময় একটি গরুর শরীরের ওজন প্রতি ১০০ কেজির জন্য ১০ লিটার পানীয় জলের প্রয়োজন এবং গরম আবহাওয়ার সময় সেটা প্রায় ২০ লিটার হয়। দুধ বিহীন গরুর চেয়ে প্রায় দ্বীগুণ পানির প্রয়োজন হয় দুগ্ধবতি গাভীর।

গরুকে পানি খাওয়ানোর নিয়ম

গরুর পানি পানের ব্যবস্থাপনা ভালো না হলে খামার থেকে উৎপাদন কমে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে ভুলটা কোথায় হচ্ছে। গরু কিলেন হাটের সেরা গরু, খাওয়ালেন ভালো ভালো খাবার কিন্তু গরু খেতে চাই না, অসুখ বিসুখ যায়না। গরুকে যদি সবসময় রোগ জীবানুমুক্ত পানি ও টাটকা পানি পান করানো যায় তাহলে সমস্ত টিকা বা ভ্যাকসিনের অর্ধেক জাজ হয়ে গেল।

  1. গরুর সামনে সবসময় পানি রাখুন
  2. প্রতি ২ ঘন্টা অন্তর পানি পরিবর্তন করতে হবে।
  3. গরম কালে হালকা ঠান্ডা ও শীত কালে হালকা গরম পানি খেতে দিন।
  4. পানি ফিল্টার করতে পারলে খুব ভালো হয়।
  5. ফিল্টার না থাকলে নলকুপের পানি পরিক্ষা করে উপযোগী কিনা তা জানতে হবে।
  6. গরুর খাবারের পানি যাতে কোন ভাবে দুষিত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
  7. প্রয়োজনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।

পরিশেষে বলতে চাই। গরু থেকে সর্বোচ্চ উৎপাদন পেতে গরুকে বিশুদ্ধ ও টাটকা পানি পান করানোর কোন বিকল্প নেই।

আরো পড়ুন- ছাগল গরুর ভিটামিন ও মিনারেল ঔষধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *