ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস (Infectious Laryngotracheitis) একটি মারাত্বক ধরনের তীব্র ছোঁয়াচে রোগ। এভিয়ান ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস ভাইরস থেকে এ রোগ হয়। ২-১০ মাস বয়সের মোরগ মুরগির মধ্যে রোগটির প্রকোপ তীব্রভাবে বৃদ্ধি পায়।
রোগের সংক্ষিপ্ত পরিচিতি
রোগের নাম | ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস (Infectious Laryngotracheitis) |
রোগের ধরণ | ভাইরাল |
জীবাণুর নাম | এভিয়ান ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস ভাইরস |
সংক্রমণ | মুরগি ও হাঁস |
মৃত্যুর হার | 20 % |
ভ্যাকসিন | এভিয়ান ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস |
চিকিৎসা | নাই |

রোগ সংক্রমণের মাধ্যম
- আক্রান্ত মুরগির শ্বাস-প্রশ্বাসে বা শরীরের নি:কৃত পদার্থ এর সংস্পর্শের মাধ্যমে সুস্থ মুরগিতে এ রোগের জীবাণু প্রবেশ করে।
- এগ ট্রে, জুতো, আক্রান্ত মুরগির লিটার ও ব্যবহৃত সরন্জামের মাধ্যমে এ রোগ এক মুরগির খামার থেকে অন্য মুরগির খামারে ছড়িয়ে পড়ে।

ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস রোগের লক্ষণ
- হাঁচি বা কাশি ও মুরগির শ্বাসকষ্ট হয়ে থাকে।
- শ্বাস গ্রহণের সময় মুরগির মাথা তুলে ঘাড় লম্বা করতে হয় ও মুখ খুলে শ্বাস টানতে হয়। এবং শ্বাস ত্যাগের সময় মুখ বন্ধ করে মাথা ঘাড় মাটির দিকে নামিয়ে নেয়।
- হাঁপানি ও সেই সাথে ঘড় ঘড় শব্দ শোনা যায়।
- অনেক সময় নাক দিয়ে রক্ত মিশ্রিত শ্লেস্বা বের হয়।
- মাথার ঝুটি ও কানের লগি বেগুনি রং হয়।
- চোঁখ দিয়ে পানি ঝড়ে।
- খাদ্য খাওয়া কমিয়ে দেয়।
- উৎপাদন কমে যায়।
- মুরগির শ্বাসকষ্টে মারা যেতে থাকে।

চিকিৎসা
যেহেতু ভাইরাস থেকে এ রোগটি হয় সেজন্য সেজন্য এ রোগের কোন চিকিৎসা নেই। তবে পানির সাথে সামান্য পরিমানে খাওয়ালে ভালো ফল পাওয়া যেতে পাড়ে। এই রোগে আক্রান্ত মোরগ মুরগি অতিসত্ব আগুনে পুড়িয়ে বা চুন মেখে মাটিতে পুতে ফেলা উচিৎ।
রোগ প্রতিরোধ ব্যবস্থা- ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন বা প্রতিশেধক টিকা প্রদানই অন্যতম উপায়।
রোগ সম্পর্কিত pdf বই
রোগটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে এই pdf বই গুলো ডাউনলোড করে পড়তে পারেন। নিচে লিংক দেওয়া হলো-
- Immunohistochemical Studies on Infectious Laryngotracheitis in the Respiratory Tract Lesions in Naturally Infected Laying Hens
- Infectious Laryngotracheitis Virus (ILT) Facts
বই গুলো রোগটি সম্পর্কে বেশি জানতে সাহায্য করবে।
আরো পড়ুন: মুরগির গামবোরো রোগ | 10 লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়