অ্যাকুয়া ৪ (Aqua-4)- পুকুর ব্যবস্থাপনায় একের ভিতর চার

অ্যাকুয়া ৪ (Aqua-4)

অ্যাকুয়া ৪- পুকুর ব্যবস্থাপনায় একের ভিতর চার। অ্যাকুয়া ৪ এসকেএফ কোম্পাণির একটি পুকুর ম্যনেজমেন্ট ও মাছ চাষের প্রোডাক্ট। পুকুর ও অন্যান্য জলাসয়ের পানির গুণগত মান ও তলদেশের পরিবেশ উন্নত করতে কার্যকর একটি প্রোডাক্ট। এটি ব্যবহারের ফলে পানির ক্ষতিকর গ্যাস দূর হয় এবং পুকুরের তলদেশের জটিল পদার্থ সমূহকে দ্রুত খাদ্যে রুপান্তর করে।

অঅ্যাকুয়া ৪ প্রোডাক্ট পরিচিতি

প্রোডাক্টের নামঅ্যাকুয়া ৪ (Aqua-4)
উপাদানজিওলাইট, এনজাইম, প্রোবায়োটিক ও ইউকা
ফরমুলেশনপাউডার
ব্যবহারজলাশয়ের ক্ষতিকর গ্যাস দূর করতে ও পানির গুণগত মান কৃদ্ধি করতে পুকুরের পানিতে,
বায়োফ্লক ট্যাংক, ঘেরে, হাওড়-বাওড়ের পানিতে ব্যবহার করা যেতে পারে।
সতর্কতাব্যবহারের পর দ্রুত প্যাকেটের মুখ বন্ধ করুন। এবং এক মাসের মধ্যে ব্যবহার করুন।
প্যাক সাইজ ২ কেজি
বাজারজাতকারীএসকেএফ ফার্মাসিটিক্যালস লিঃ (এনিমেল হেল্থ্য ডিভিশন)
দাম (খুচরা মূল্য)— টাকা
অ্যাকুয়া ৪- পুকুর ব্যবস্থাপনায় একের ভিতর চার
পুকুর ব্যবস্থাপনায় একের ভিতর চার

কার্যকারীতা

  1. জিওলাইট পানির পিএইচ এর মান ও প্যারামিটার সমূহকে দ্রুত মাছ ও চিংড়ি চাষের উপযোগী করে তোলে।
  2. প্রোবায়টিক জলাশয়ের তলদেশের জটিল পদার্থ সমূহকে রুপান্তরিত করে মাছ চাষের অনুকুল পরিবেশ সৃষ্টি করে।
  3. এর এনজাইম প্রোবায়টিকের কার্যকারিতাকে তরান্বিত করে।
  4. ইউকা পানির ক্ষতিক্র গ্যাসকে তাৎক্ষনিক অকার্যকর করে।

যেভাবে কাজ করে

পণ্যের চারটি উপাদান জিওলাইট, প্রোবায়টিক, এনজাইম ও ইউকা পানির উপর চার প্রকার প্রভাব ফেলে এতে পানির সামগ্রিক উন্নতি সাধিত হয়।

অ্যাকুয়া ৪ ব্যবহারের নিয়ম

প্রতি একর বা ১০০ শতাংশ জলাকার ও ৩-৪ ফুট পানির গভীরতার জন্য।

পুকুর প্রস্তুতিতে (পানি থাকা অবস্থায়)চাষকালীন সময়সময়কাল
৩-৪ কেজি২-৩ কেজি১৫-২০ দিন

পরিমান মত অ্যাকুয়া-৪ জলাশয়ের পানির সাথে মিশাতে হবে। তারপর উক্ত মিশ্রণ পুকুরের সর্বত্র ভালোভাবে ছিটিয়ে দিতে হবে।

শেষ কথা

পরিশেষে মাছ চাষে অ্যাকুয়া ৪ প্রোডাক্টের রিভিউ পোস্টে এটায় বলবো এটি একটি বহুল ব্যবহৃত উন্নত মানের জিওলাইট। এটি জিওলাইটের কাজ ছাড়াও প্রোবায়টিক, ইউকা ও এনজাইমের কাজ করে যা পানিকে মাছ চাষের উপযোগী করে তোলে।

আরো পড়ুন- মাছ ও চিংড়ি চাষে প্রোবায়োটিক এর ব্যবহার