কৃষিবিদ ডা. মো. নুরুল আমিন স্যার
কৃষিবিদ ডা. মো. নুরুল আমিন স্যার বাংলাদেশের ডেইরি খামারিদের হৃদয়ের মনিকোঠায় অবস্থান করে নিয়েছেন। ডা. মো. নুরুল আমিন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ডেইরি খামারিদের খুব কাছাকাছি পৌছেতে পেরেছিলেন। বাংলাদেশের ডেইরি সেক্টরের উন্নয়নে নুরুল আমিন স্যারের ভুমিকা অম্লান, চির স্বরণীয় হয়ে থাকবে। শীক্ষাকাল তিনি যশোরের চৌগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। স্থানীয় নারায়েনপুর বিইউবিএল হাই স্কুল থেকে ১৯৭৪ সালে …