একটি কৃষি পোস্ট তৈরি করুন

আপনার একটি কৃষি পোস্ট আমাদের কৃষির অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখতে পারে। আপনি যা লিখবেন সেটা আপনার সুষ্টি। বাংলাদেশের কৃষি যতদিন থাকবে ততদিন আপনার লেখার কোনা কোনা কোন অংশ থেকে খামারি ও কৃষকেরা অনুপ্রেরণা বা শিক্ষা বা দিকনির্দেশনা পেতে থাকবে।

লেখার নির্দেশনা

  1. কৃষির যেকোন বিষয় নিয়ে লেখা যেতে পারে।
  2. লেখায় সামান্য ভুল-ত্রুটি গ্রহন যোগ্য।
  3. নিজের মনে যেভাবে আসে সেভাবেই লিখুন। ভুল থাকবেই, ভুল গুলো আমাদের উপর ছেড়ে দিন।
  4. প্রথম অবস্থায় একটু কঠিন মনে হতে পারে তবে পরবর্তিতে এটি খুব সহজ ও ইনজয়েবল মনে হবে।
  5. কৃষি ব্লগে লেখার মাধ্যমে জাতীয় পর্যায়ে আপনার কর্ম, পন্য ও সেবা তুলে ধরার সুযোগ রয়েছে।
  6. ৬০০ বা তার বেশি শব্দের লেখা আগ্রহ ও গুরুত্বের সাথে প্রকাশ করা হয়।
  7. ছবি যুক্ত না করলেও সমস্যা নেই, অটোমেটিক সংশ্লিষ্ট ছবি যুক্ত হয়ে যাবে।

সাবধানতা

  1. লেখাটি অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। হুবহু বা আংশিক কপি করা লেখা প্রকাশ করা হয় না।
  2. পোস্ট টিতে ৩০০ শব্দের কম থাকলে তা প্রকাশ করা হয় না।
  3. কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি আঘাত করে এমন লেখা প্রকাশ করা হয় না।
  4. অসত্য ও ভুল তথ্য প্রকাশস করা হয় না।

নিচের ফর্মটির মাধ্যমে একটি কৃষি পোস্ট তৈরি করুন অথবা লেখা ও ছবি ইমেইল করুন- info@mishkatbd.com