হেপাফিট ভেট (Hepafit Vet)- পশু-পাখির লিভার টনিক

হেপাফিট ভেট

হেপাফিট ভেট (Hepafit Vet), এটি একটি লিভার টনিক ঔষধ। এই ক্যামিক্যাল লিভার টনিক টি বিদেশ থেকে আমদানি করা। একমি এই ঔষধ টি আমদানি ও দেশে বাজারজাতকরণ করে থাকে। গবাদি পশু ও পোল্ট্রির ডিলভারের সমস্যায় হেপাফিট ভেট ব্যবহার করা যেতে পারে।

হেপাফিট ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামহেপাফিট ভেট (Hepafit Vet),
ঔষধের গ্রুপলিভার টনিক
ঔষধের ধরনট্যাবলেট বা বোলাস
নির্দেশিত প্রাণিগবাদি পশু- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি।
মুল উপাদান ও পরিমানপ্রতি মিলি এ রয়েছে
সরবিটল ৫০০ মি.গ্রা.
সোডিয়াম (ক্লোরাইট) ১৯ মি.গ্রা.
ম্যাগনেশিয়াম ক্লোরাইড ৩.০৪৫ মি.গ্রা.
মিথিওনিন হাইড্রক্সি এনালগ ১৮.২৫ মি.গ্রা.
কোলিন ক্লোরাইড ৮০ মি.গ্রা.
এল-কার্নিটিন ২৫ মি.গ্রা.
বিটেইন হাইড্রোক্লোরাইড ৩০ মি.গ্রা.
ভিটামিন পিপি ২ মি.গ্রা.
কাজ বা ব্যবহার নির্দেশনাফ্যাট লিভার সিন্ড্রোম, যকৃতের অকার্যকারিতা, বিপাকীয় সমস্যায় নির্দেশিত।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
গরু- প্রতিটি গরুকে প্রতিদিন ৫০-১০০ মি.লি. করে ৫ দিন খাওয়াতে হবে।
ঘোড়া– প্রতিটি ঘোড়াকে প্রতিদিন ৫০ মি.লি. করে ৫ দিন খাওয়াতে হবে।
বাছুর– প্রতিটি বাছুরকে প্রতিদিন ২৫-৫০ মি.লি. করে ৫ দিন খাওয়াতে হবে।
ছাগল/ ভেড়া– প্রতিদিন ৫ মি.লি. করে ৫ দিন খাওয়াতে হবে।
সতর্কতাহেপাফিট ভেট ১০ দিনের অধিক খাওয়ানো যাবে না।
প্রতিনির্দেশনানেই
প্রত্যাহার কালমাংস এবং দুধ- ০ (শূন্য) দিন।
প্যাক সাইজ১০০ মিলি, ৫০০ মিলি ও ১ লিটার বোতল
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠান
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)
হেপাফিট ভেট

গবাদিপশু ও পোল্ট্রির লিভার সুস্থ রাখতে এটি একটি কার্যকারী লিভার টনিক ঔষধ।

আরো পড়ুন: হেপাটোভেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *