লেয়ার মুরগির লাইটিং শিডিউল

লেয়ার মুরগির লাইটিং

লেয়ার মুরগির লাইটিং শিডিউল (lighting program in layer)। লেয়ার জাতের মুরগি থেকে সর্বোচ্চ পরিমান ডিম উৎপাদন পেতে হলে বাচ্চা থেকে শুরু করে ডিম উৎপাদনের শেষ সময় পর্যন্ত একটি সুনির্দিষ্ট আলোক / লাইটিং ব্যবস্থাপনা অনুসরণ করা একান্ত আবশ্যক। লাইটিং সিডিউলের প্রধান উদ্দেশ্য হলো-

  1. সঠিক বয়সে ও পরিমিত শারীরিক ওজনে মুরগিকে উৎপাদনে আনা।
  2. অধিক ডিম উৎপাদন করা।
  3. মুরগির প্রজনন সমস্য ও নানাবিধ রোগ থেকে মুক্ত রাখা।

লেয়ার মুরগির লাইটিং শিডিউল

লেয়ার মুরগির লাইটিং শিডিউলে দুটি মৌলিক নীতি অনুসরণ করা উচিৎ, যেমন-

  1. মুরগির বাড়ন্ত অবস্থায় আলোর দৈর্ঘ্য না বাড়ানো।
  2. ডিমপাড়া অবস্থায় আলোর দৈর্ঘ না কমানো।
মুরগির বয়স (সপ্তাহ)আলো প্রদাণের সময়কাল (ঘন্টা)
২৪
২৪
২৩
২২
২১
২০
১৯
১৮
১৭
১০১৬
১১১৫
১২১৪
১৩১৩
১৪১২
১৫১২
১৬১২
১৭১২
১৮১২
১৯১৩
২০১৩.৫
২১১৪
২২১৪.৫
২৩১৫
২৪১৫.৫
২৫-৭২১৬
টেবিল- লেয়ার মুরগির লাইটিং শিডিউল
লেয়ার মুরগির লাইটিং শিডিউল
চিত্র- লেয়ার মুরগির লাইটিং শিডিউল

মুরগির ঘরে আলোর প্রখরতা

আলোর প্রখরতা নির্নয়ের একক হচ্ছে লাক্স (Lux)। লেয়ার মুরগির জন্য আলোর প্রখরতা বা লাক্সে ভুমিকা গুরুত্বপূর্ণ। ব্রুডিং অবস্থায় ১০ থেকে ২০ লাক্স।

ডিম পাড়া অবস্থায় ২০ থেকে ৩০ লাক্স প্রখরতার অলো সরবরাহ নিশ্চিৎ করতে হবে।

ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ১ ওয়াট দেড় বর্গফুট জায়গার জন্য ব্যবহার করা আবশ্যক। বাল্ব (লাইট) স্থাপনের ক্ষেত্রে আদর্শ উচ্চতা ৭ ফুট হওযা উচিৎ। এবং একটি বাল্বের দুরত্ব অন্য বাল্ব হতে ১২ ফুটের বেশি হওয়া যাবে না। বাল্ব সব সময় পরিষ্কার রাখতে হবে।

বয়স (সপ্তাহ)আলোর সময়কাল / প্রাকৃতিক + কৃত্রিম আলো (ঘন্টা)আলোর প্রখরতা
১-২

২৪
২৩
২২
২০-৩০ লাক্স





১০
১১
১২
১৩
১৪-১৮
২১
২০
১৯
১৮
১৭
১৬
১৫
১৪
১৩
১২
১০-২০ লাক্স
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫-৭২
১৩
১৩.৫
১৪
১৪.৫
১৫
১৫.৫
১৬
২০-৪০ লাক্স
এখানে উল্লেখ্য যে, ১৮ সপ্তাহ শেষে কাঙ্ক্ষিত ওজন অর্জিত হলেই কেবল ১৯ সপ্তাহ শুরুতে কর্মসূচি অনুযায়ী আলো বাড়ানো উচিৎ। যদি ১৮ সপ্তাহ শেষে কাঙ্ক্ষিত ওজন না আসে সে ক্ষেত্রে ওজন না আসা ও ৮% থেকে ১০% ডিম উৎপাদন না হওয়া পর্যন্ত আলো বাড়ানো বন্ধ রাখা উচিৎ।

লেয়ার মুরগির লাইটিং শিডিউল (লেইং প্রিওড)

লেয়ার মুরগির লাইটিং শিডিউল মুরগিতে শক্তিশালী উত্তেজক হিসাবে কাজ করে। পরিবর্তনশীল দিনের দৈর্ঘের উপর ভিত্তি করে লাইটিং শিডিউল বা আলোক কর্মসূচী গ্রহণ করতে হয়। নিয়োম অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে ১৪ ঘন্টাে আলো দিতে হয় মুরগি ডিমে আসার আগ পর্যন্ত। মুরগি ডিমে আসার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে ৩০ মিনিট করে আলো বাড়াতে হয়। সর্বোচ্চ ১৬ ঘন্টা আলো গ্রহণ যোগ্য (দিনের আলো+কৃত্রিম আলো)।

লেয়ার মুরগির লাইটিং শিডিউল
lighting program in layer

তাড়াতাড়ি আলো প্রদান লেয়ার মুরগির জন্য বাড়তি পীড়ন বা উত্তেজনা সৃষ্টি করে এর ফলে প্রোলাপ্স, ছোট আকারের ডিম, অতিরিক্ত খাদ্য গ্রহণ ইত্যদি বৃদ্ধি পায়। বাড়ন্ত বয়সে লাইটিং বাড়ান যাবে না। ডিম দেওয়া অবস্থায় লাইট কমান যাবে না।

লাইট বা বাল্ব লিটার লেবেল থেকে ৭ ফিট উচুতে স্থাপন করতে হবে। প্রত্যেক বাল্বের উপর আলোক প্রতিফলক থাকবে যাতে আলো উপরে যেতে না পারে। এক বাল্ব থেকে অন্য বাল্বের দৃরত্ব থাকবে ১০ ফিট। ৪০ ওয়াটের একটি বাল্ব ১০০ বর্গফুট জায়গার জন্য যথেষ্ট। সমান ভাবে আলো বন্টন আলোক তীব্রতা থেকে গুরুত্বপূর্ণ।

ডিমে আসা লেয়ার মুরগির লাইটিং শিডিউল

বাণিজ্যিক ডিমে আসা লেয়ার মুরগির খামারের লাইটিং শিডিউল নির্ভর করে মুরগির ওজন, মুরগির সমতা ও মুরগির পর্যাপ্ত বয়স হওয়ার উপর।

হাইজিং সময় (মাস)আলো দানের বয়স (দিন/সপ্তাহ)প্রথম ধাপ (১৩৩ দিন/১৯ সপ্তাহ)দ্বিতীয় ধাপ (১৪০ দিন/২০ সপ্তাহ)তৃতীয় ধাপ (১৪৭ দিন/২১ সপ্তাহ)চতুর্থ ধাপ (১৫৪ দিদন/২২ সপ্তাহ)
জানুয়ারী১৩৩/১৯১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
ফেব্রুয়ারী১৩৩/১৯১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
মার্চ১২৬/১৮১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
এপ্রিল১২৬/১৮১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
মে১২৮/১৮১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
জুন১২৬/১৮১৩ ঘন্টা১৪.৫ ঘন্টা১৫ ঘন্টা১৬ ঘন্টা
জুলাই১২৬/১৮১৩ ঘন্টা১৪ ঘন্টা১৫ ঘন্টা১৬ ঘন্টা
আগস্ট১২৬/১৮১৩ ঘন্টা১৪ ঘন্টা১৫ ঘন্টা১৬ ঘন্টা
সেপ্টেম্বর১২৬/১৮১৩ ঘন্টা১৪ ঘন্টা১৫ ঘন্টা১৬ ঘন্টা
অক্টোবর১৩৩/১৯১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
নভেম্বর১৩৩/১৯১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা
ডিসেম্বর১৩৩/১৯১৪ ঘন্টা১৫ ঘন্টা১৫.৫ ঘন্টা১৬ ঘন্টা

আলোক কর্মসূচীর সাবধানতা

  1. লাইটিং শিডিউল চালুর পূর্বে ক্যালসিয়াম ও ফসফরাস ঔষধ ৫ দিন খাওয়াতে হবে।
  2. ভিটামিন এ ডি ও ই ২ দিন খাওয়াতে হবে।
  3. প্রতিদিন রাইট গুলি পরিক্ষা করতে হবে।
  4. ডিমপাড়া শুরু হলে লাইট কমানো যাবে না।
  5. সূর্যাস্তের ১৫-২০ মিনিট আগে থেকে লাইট জ্বালাতে হবে।
  6. সূর্যদয়ের ১৫-২০ মিনিট পর লাইট বন্ধ করতে হবে।
  7. আকাশ মেঘলা থাকলে লাইট জ্বালিয়ে রাখতে হবে।
  8. ৭ দিন পরপর লাইট গুলি পরিষ্কার করতে হবে।

আরো পড়ুন: মুরগির ভিটামিন ই ও সেলিনিয়াম ঔষধ

3 thoughts on “লেয়ার মুরগির লাইটিং শিডিউল”

  1. লেয়ার মুরগির ৩ থেকে ৬০ দিন পর্যন্ত বাচ্চার জন্য লাইটিং সিডিউল কেমন হবে।

  2. আন্তরিক ধন্যবাদ তথ্যটি জানতে চাওয়ার জন্য। আর্টিকেলটি আপডেট দেওয়া হয়েছে যেখানে সকল বয়সী লেয়ার মুরগির লাইটিং সিডিউল টেবিল আকারে বর্ননা বরা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *