পেনিসিলিন গ্রুপের ভেটেরিনারি ঔষধ

পেনিসিলিন গ্রুপের ভেটেরিনারি ঔষধ

পেনিসিলিন (Penicillin) একটি ন্যারোস্পেকট্রামিএন্টিবায়টিক ঔষধ। ইহা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচিরের উপর কাজ করে। পেনিসিলিন ব্যাকটেরিয়ার পেপটাইড তৈরিতে বাধা প্রদান করে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হতে দেয় না। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। পেনিসিলিন গ্রুপের ঔষধ বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে কাজ করে। 

পেলিসিলিন ইনজেকশন

ঔষধের মুল উপাদান: প্রোকেইন পেনিসিলিন এবং বেনজাইল পেনিসিলিন। ৪০ লাখ আইইউ।

ব্যবহার ক্ষেত্র: তড়কা, বাদলা, বাছুরের ডিপথেরিয়, ফুট রট, নিউমানিয়া, নাভিতে ঘা, শরীরে ক্ষত, কাট, ম্যাসটাইটিস, জরায়ু প্রদাহ, একটিনোমাইকোসেস ইত্যাদি।

মাত্রা ও প্রয়োগবিধি: গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণিতে প্রতি ১০ কেজির জন্য ৫-১০ মিলি হিসাবে মাংসপেশীতে প্রয়োগ করতে হবে। ৩ থেকে ৫ দিন।

ভেটেরিনারি ঔষধ সমূহ

ভেটেরিনারি ঔষধের নামফর্মুলেশনবাজারজাতকারী প্রতিষঠান
প্রোনাপেন ভেট (Pronapen Vet)ইনজেকশনরেনাটা লি.
পেনব্যাকলিন ভেট (Penbacllin Vet)ইনজেকশনএসিআই এনিমেল হেল্থ
কম্বিপেন ভেট (Combipen Vet)ইনজেকশন একমি
বাইপেন ভেট (Bipen Vet)ইনজেকশন স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড
ভেটোপেন ৪০ লাখ (Vetopen Vet 40 Lac)ইনজেকশন অপসোনিন ফার্মাসিটিক্যালস লি.
প্রোবেন ভেট (Proben Vet)ইনজেকশন পপুলার
প্রোনাসিলিন ৪০ লাখ (Pronacillin 40 Lac)ইনজেকশন টেকনো ড্রাগস লিঃ
ডিপ্লোসিলিন এল এ (Duplocillin LA)ইনজেকশন বেঙ্গল

পেনিসিলিন ও স্ট্রেপটোমাইসিন ইনজেকশন

এটি একটি ব্রড স্পেকট্রাম এন্টিবায়টিক ঔষধ। পেনিসিলিন গ্রাম পজেটিভ এবং স্ট্রেপটোমাইসিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সুতারাং এটি উভয় ব্যকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সক্ষম। বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় এই গ্রুপের ঔষধ প্রয়োগ করা হয়।

ঔষধের মুল উপাদান: প্রোকেইন পেনিসিলিয়াম বেনজাইল পেনিসিলিয়াম ও স্টেপটোমাইসিন।

ব্যবহার ক্ষেত্র: ম্যাসটাইটিস বা ওলান প্রদাহ রোগ সহ যে কোন ব্যাকটেরিয়াজনিত রোগে ব্যবহার করা হয়।

মাত্রা ও প্রয়োগবিধি: গরু, মহিষ প্রতি ১০০ কেজি ওজনের জন্য ৪ থেকে ৬ মিলি। ছাগল, ভেড়া প্রাণিতে প্রতি ১০ থেকে ২০ কেজির জন্য ১ থেকে ২ মিলি হিসাবে মাংসপেশীতে প্রয়োগ করতে হবে। ৩ থেকে ৫ দিন।

এই গ্রুপের ভেটেরিনারি ঔষধ সমূহ

ভেটেরিনারি ঔষধের নামফর্মুলেশনবাজারজাতকারী প্রতিষঠান
স্ট্রেপটোপেন ভেট (Streptopen Vet)ইনজেকশনরেনাটা লি.
স্ট্রেপটো-পি (Strepto-P)ইনজেকশনএসিআই এনিমেল হেল্থ
এসপি ভেট (SP Vet)ইনজেকশন একমি
স্টেপসিন-জি (Strepcin G)ইনজেকশন অপসোনিন
কম্বিসিলিন-এলএ (Combicillin LA)ইনজেকশন রফিক মেডিসিন
স্ট্রেপটোসিলিন (Streptocillin)ইনজেকশন টেকনো ড্রাগস লিঃ

পেনিসিলিন ও ডেক্সামিথাসন ইনজেকশনে

এটি একটি শক্তিশালি ব্রড স্পেকট্রাম এন্টিবায়টিক। জটিল ওলান ফোলা ও নিউমোনিয়া সহ যেকোন ব্যাকটেরিয়া জনিত রোগে ব্যবহার করা হয়।

ব্যবহার ক্ষেত্র: জটিল ওলান ফোলা ও নিউমোনিয়া সহ যেকোন ব্যাকটেরিয়া জনিত রোগে ব্যবহার করা যায়।

মাত্রা ও প্রয়োগবিধি: গরু, মহিষ প্রতি ১০০ কেজি ওজনের জন্য ৪ থেকে ৬ মিলি। ছাগল, ভেড়া প্রাণিতে প্রতি ১০ থেকে ২০ কেজির জন্য ১ থেকে ২ মিলি হিসাবে মাংসপেশীতে প্রয়োগ করতে হবে। ৩ থেকে ৫ দিন।

পেনিসিলিন ও ডেক্সামিথাসন গ্রুপের ভেটেরিনারি ঔষধ সমূহ

ভেটেরিনারি ঔষধের নামফর্মুলেশনবাজারজাতকারী প্রতিষঠান
ডেক্সা এসপি (Dexa SP)ইনজেকশনরফিক মেডিসিন
পেন এম (Pen M)ইনজেকশনফার্মা এন্ড ফার্ম
বায়োডেক্সামিন (Biodexamine)ইনজেকশন বেঙ্গল

এই গ্রুপের ঔষধসমূহ গবাদিপশুর চিকিৎসায় অতিগুরুত্ব বহন করে। ভেটেরিনারি ডাক্তার গন প্রচুর ব্যবহার করে থাকে।

আরো পড়ুন: মক্সিলিন ভেট (Moxilin Vet) ইনজেকশন ও বোলাস

3 thoughts on “পেনিসিলিন গ্রুপের ভেটেরিনারি ঔষধ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *