নিওট্র্যাক্স ভেট সিরাপ (Neotrax Vet)

নিওট্র্যাক্স ভেট সিরাপ (Neotrax Vet)

নিওট্র্যাক্স ভেট (Neotrax Vet) সিরাপ। বাছুর বা নবজাতক বাচ্চার কৃমিনাশক ছিরাপ। বাছুর জন্ম নেয়ার ১০ দিন পর ১০-২০ কেজি ওজনের জন্য ১৫ মিলি হিসাবে মুখে খাওয়াতে হবে। এই সময় বাছুরের ও ছাগলের বাচ্চাকে কৃমি মুক্ত করা খুবই জরুরী। এসময় নিওট্র্যাক্স ভেট সিরাপ একটি কার্কারী কৃমিনাশক ঔষধ।

নিওট্র্যাক্স ভেট সিরাপ

নিওট্র্যাক্স ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামনিওট্র্যাক্স ভেট (Neotrax Vet)
ঔষধের গ্রুপকৃমিনাশক ঔষধ
ঔষধের ধরনসিরাপ/ওরাল সাসপেনশন ও ওয়াটার সলুবল পাওডার
ব্যবহৃত প্রাণিগরুর বাছুর, মহিষের বাছুর, ছাগলের বাচ্চা ও ভেড়ার বাচ্চা।
মুল উপাদান ও পরিমানসিরাপ- প্রতি মিলিতে আছে লিভামিসোল (levamisole) বিপি ১০ মিলিগ্রাম।
পাওডার- প্রতিটি গ্রামে লেভামিসোল হাইড্রোক্লোরাইড বিপি 300 মিলিগ্রাম এবং সুক্রোজ বিপি
700 মিলিগ্রাম রয়েছে।
কাজ বা ব্যবহার নির্দেশনাগোলকৃমি (roundworm in cattle), ফুসফুসের কৃমি, পাকস্থলীর কৃমি ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত।
নিউট্রাক্স ভেট গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, শ্বসন এবং ডিক্টাকোক্লাস ভিভিপারাস, এসকারিডিয়া,
হেটেরাকিস, ক্যাপিলিয়ারিয়া এসপি, সিঙ্গামাস শ্বাসনালী, অক্সিসপিরুরা মনসোনি ইত্যাদির মতো পরজীবী
ও পোল্ট্রির চোখের কৃমির বিরুদ্ধে কার্যকর।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
সিরাপ- ১৫ মিলি/১০-২০ কেজি দৈহিক ওজনের জন্য।
পাওডার- হাঁস-মুরগির দৈহিক ওজন হিসাবে 80 মিলিগ্রাম / কেজি দেওয়া উচিত বা নিম্নলিখিত হিসাবে
প্রশাসক করা উচিত: 1 গ্রাম / প্রতি লিটার পানিতে অথবা Layer: 7, Pullet: 10, Chicks (4-6 weeks): 20
সতর্কতাঔষধ খাওয়ানোর পর পর্যাপ্ত পানি পান করাতে হবে।
প্রতিনির্দেশনাগর্ভাবস্থায় নিরাপদ।
প্রত্যাহার কালমাংস- ২৮ দিন।
দুধ- ১০ দিন।
প্যাক সাইজসিরাপ- ৩০ মিলি বোতল।
পাওডার- ১০০ গ্রাম স্যাচেট।
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)

আরো পড়ুন-

1 thought on “নিওট্র্যাক্স ভেট সিরাপ (Neotrax Vet)”

  1. হিমেল

    Neotrax vet লিকুইড সিরাপ বোতল খুলে ১৫ মিলি খাওয়ার পর। অবশিষ্টাংশ কতদিন যাবত মেয়াদ থাকে।
    এবং ওই একই বছরকে এই অবশিষ্টাংশ আবারো কতদিন পর খাওয়াতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *