টাইগার মুরগি পালন (tiger murgi palon) পদ্ধতি

টাইগার মুরগি পালন (tiger murgi palon)

টাইগার মুরগি পালন (tiger murgi palon) পদ্ধতি সম্পর্কে খামারিদের কিছু তথ্য দিতে চাই। কেননা ইদানিং বাংলাদেশের খামাররি গণ টাইগার মুরগি পালন অধিক লাভজনক মনে করছেন। হ্যা, লাভজনক তো বটেই কিন্তু সবাই ‍কি লাভ করতে পাছেন? পারেছেন না।

তাহলে সমস্যা টা কোথায়? সমস্যা এই মুরগির বাচ্চার দাম ও খামার ম্যানেজমেন্ট। অর্থাৎ বাচ্চার দাম এতো বেশি যে কম খরচে সর্বোচ্চ উৎপাদন অর্জন করতে না পারলে লাভ আবে না।

টাইগার মুরগি / tiger murgi কি?

টাইগার মুলগি হলো এমন এক প্রকারের মুরগি যা দেশি সোনালী (Desi Murgi) মুরগির সাথে দ্রুত বর্ধনশীল জাতের মুরগির ক্রস করে তৈরী করা হয়েছে। এটি কোন বিশেষ জত নয়। পৃথিবীতে যতটি মুরগির জাত রয়েছে তার মধ্যে টাইগার মুরগি নামে কোন জাত নেই। এটি সম্পূর্ণ দেশী মুরগির একটি হাইব্রিড সংস্করণ। এই মুরগির বৃদ্ধির হার তুলনামুলক বেশি। এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো।

tiger murgi
টাইগার মুরগি পালন

টাইগার মুরগি পালনে সুবিধা

  1. খাদ্য খরচ তুলনামুলক কম কিন্তু গ্রোথ বেশি।
  2. রোগ প্রতিরোধ ক্ষমতা সোনালী মুরগির মতই।
  3. দেখতে আকর্ষণীয় তাই দাম পাওয়া যায় ভালো।
  4. ডিম থেকে বাচ্চা উৎপন্ন করে বিক্রি করলে অধীক লাভবান হওয়া যায়।

টাইগার মুরগি পালনে সমস্যা

Tiger murgi palon করতে কিছু সমস্যা বা অসুবিধা রয়েছে-

  1. বাচ্চার দাম বেশি।
  2. ভালো মানের বাচ্চা পাওয়া যায় না।
  3. সোনালী মুরগির বাচ্চা মেশান থাকে।
টাইগার মুরগি

খাবার তালিকা ও ব্যবস্থাপনা

যেহেতু এটি দ্রুত বর্ধণশীল মুরগি সেহেতু এর খাদ্যে প্রোটিন সোনালী মুরগির চেয়ে বেশি থাকতে হবে। অনেক খামারি ব্যয়লার মুরগির খাদ্য খাওয়ায়। ব্রয়লার খাদ্য খাওয়ালে উৎপাদন ভালো আসলেও খরচ বেশি হতে পারে। ভালো কোম্পাণির সোনালীর খাদ্য খাওয়ানো যেতে পারে। তবে খাদ্য নিজে প্রস্তুত করে খাওয়ালে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। বাড়ন্ত মুরগির খাদ্য তৈরীর সময খেয়াল রাখতে হবে যেন প্রোটিন ১৮% ও ফ্যাট ৫% এর কম না হয়।

পালন পদ্ধতি

দেশি মুরগির মত ছেড়ে ও খামারে আবদ্ধ অবস্থায় দুই ভাবেই পালন করা যায়। ডিপ লিটার পদ্ধতিতে ও খাচায় পালন করা যায়। খামারে আবদ্ধ ভাবে পালনের কেত্রে ব্রয়লার ও সোনালী মুরগির পালন পদ্ধতি অনুসরণ করতে হবে।

  • ২ মাসে দেড় কেজি ওজন হয়।
  • সর্বোচ্চ ওজন (মোরগ) ৭-৮ কেজি।
  • সর্বোচ্চ ওজন (মুরগী) ৩-৪.৫ কেজি।
  • প্রতিদিন খাদ্য খায় ১৫০ গ্রাম।
  • ৫-৬ মাসে পরিপূর্ণ ডিমে আসে।
  • বছরে ১৫০-২০০ টি ডিম দেয়।
  • বাচ্চার দাম প্রতি পিচ ৭০-৮০ টাকা।
tiger murgi

হুজুগে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি থাকে

আমাদের দেশে এক শ্রেনীর ইউটিউবার বা ফেসবুকার আছে যারা কখনো টার্কি মুরগি, কখনোবা কাদাকনাথ অথবা টাইগার মুরগী কখনোবা দেশি মুরগির খামার করে ব্যাপক লাভ দেখিয়ে একটা হুজুগ তৈরী করে। আর এই হুজুকের বসে পড়ে অনেক সহজ সরল নতুন খামারি ইনভেস্ট করে কষ্টের টাকা লস করে নিঃস্ব হয়ে যায়। তাই হুজুগে পা দিবেন না, এই হুজুগকে কাজে লাগিয়ে একটা শ্রেণীর ব্যবসায়ী আপনার কষ্টার্জিত টাকা দিয়ে তার পকেট ভারী করবে।

সর্বদা মনে রাখবেন হুজুগে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি। আপনি যদি খামার করতেই চান তাহলে বুঝে শুনে করুন, আপনার ব্যবসাটাকে মনে প্রানে ভালবাসুন, অল্প টাকা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন, ব্যবসা শিখে তার পর বড় করে করুন। লোভে পড়ে, কারও প্রলোভনে, হুজুগের বশে ব্যবসায় নামবেন না৷ সারা বছরের মার্কেট সিচুয়েশন, দাম দড়ের উৎথ্থান পতন, আবহাওয়া ইত্যাদি বিবেচনা করে ব্যবসায়ে নামুন।

তবেই আশাকরি লাভবান হবেন। আমারা সকলেই জানি ব্যবসার অভিজ্ঞতা ১ দিনে হয়না বছরের পর বছর লাভ লস দিয়ে তবেই অভিজ্ঞতা অর্জন করতে হয়।

শীতে মুরগির ফার্মে বিশেষ সতর্কতা

শীতে মুরগির খামারে ভাইরাস জনিত রোগ বালাই এর প্রাদূর্ভাব বাড়ে। তাই খামারিকে সতর্ক থাকতে হবে।

  1. ফার্মের বায়ো সিকিউরিটি জোড়দার করুন।
  2. খামারের জন্য হাট-বাজার হতে সবরকম হাঁস মুরগি ক্রয় হতে বিরত থাকুন।
  3. খামারের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শেডের ভিতর ও বাহিরে ৩:১ অনুপাতে চুন এবং ব্লিচিং পাউডার প্রয়োগ করুন।
  4. এক থেকে দুই দিন পর পর জীবানুনাশক শেডের ভিতর এবং বাহিরে স্প্রে করুন।
  5. মেঝের লিটার সবসময় শুকনা ও ঝরঝরে রাখার চেষ্টা করুন।
  6. দুই সপ্তাহ পরপর প্রতি ১০ বর্গফুট জায়গার জন্য ২৫০গ্রাম হারে শুকনা চুন গুড়া করে মুরগির লিটার উলট পালট করে মিশিয়ে দিন।
  7. শীত শুরু হওয়ার আগেই রানিক্ষেত বা অন্যান্য ভ্যাকসিন প্রয়োগ করুন।
  8. খামারে বন্য প্রাণী যেন প্রবেশ করতে না পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিন।
  9. নিজে খামারের বায়ো সিকিউরিটি মেনে চলুন এবং কর্মীদের এবিষয়ে প্রশিক্ষণ দিন।
  10. ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া হুটহাট ঔষধ ও এন্টিবায়োটিক প্রয়োগ হতে বিরত থাকুন।
  11. মুরগির খামারের তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা করুন।

আরো পড়ুন: মুরগির ভিটামিন ই ও সেলিনিয়াম ঔষধ

15 thoughts on “টাইগার মুরগি পালন (tiger murgi palon) পদ্ধতি”

  1. নয়ন কুমার

    টাইগার মুরগির কি কি খাবার খাওয়াবো

  2. ব্রয়লার অথবা সোনালী মুরগির খাদ্য খাওয়ানো যেতে পারে। তবে অবশ্যয় বিস্বস্ত কম্পানির হতে হবে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  3. খাওয়ার কিভাবে খাওয়াবো বললে খুশি হতাম

  4. ধন্যবাদ রাকিব নুর ভাইকে, মুরগির খামারে খাবার দেওয়ার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে খাবার পাত্র ও পানির পাত্র সরিয়ে ফেলতে হবে। পাত্র গুলোকে পরিষ্কার করে নির্দিষ্ট সময় পর খাদ্য দিলে মুরগি খাবারের প্রতি আগ্রহ দেখায় ও খাদ্য বেশি খায়। সেই সাথে পানি ও পানির সাথের ঔষধ বেশি প্রহণ করে। খাবার সবসময় টাটকা ও হালকা শক্ত হতে হবে। কেননা খাদ্য শক্ত হলে মুরগি খাদ্য গ্রহণ কম করে ও ছিটিয়ে নষ্ট করে। আপনার আরো কিছু যানার থাকলে কমেন্ট করে যানাতে ভুলবেন না।

  5. ধন্যবাদ
    আপনার উপদেশ আমাদের জন্য মূল্যবান।

  6. মোঃ জাহাঙ্গীর আলম

    বাজার থেকে বড় মুরগী কেনার পর কিভাবে চিকিৎসা শুরু করব? আমি পেরেন্টস তৈরি করতে চাই। কতদিন পরপর কি ভ্যাকসিন দিব?

  7. প্যারেন্টস এর জন্য ভলো হ্যাচারী থেকে বাচ্চা সংগ্রহ করে পালন করা উচিৎ। সম্ভব না হলে পরিচিত খামার থেকেও সংগ্রহ করা যেতে পারে। বাজার থেকে প্যারেন্টের জন্য ভালো জাত পাওয়া কঠিন।
    এর পর আসি ভ্যাকসিনে। যেহেতু ফ্যাওরেন্টস দীর্ঘদিন পালন করতে হয় সেহেতু এর খাদ্য,পুষ্টি ও ঔষধ ব্যবস্থাপনা শুরু থেকেই ভালো রাখা দরকার। এছাড়াও সকল প্রকার ভ্যাকসিন সিডিউল অনুযায়ী করা আবশ্যক।
    রানীক্ষেত লাইভ ভ্যাকসিন প্রতি ২-৩ মান অন্তর অন্তর করতে হবে। ১২০ দিন বয়সে অবশ্যয় এগ ড্রপ সিনড্রম বা ইডিএস ভ্যাকসিন করতে হবে।
    বাচার বার্ড ফ্লু ও মারেক্স ভ্যাকসিন করা থাকতে হবে।। নির্দিষ্ট বয়সে করাইজা রোগের ভ্যাকসিন করাতে হবে। রানীক্ষেত কিল্ড ভ্যাকসিন করাতে হবে।
    আরো বিস্তারিত জানতে এই লেখাটি পরতে পারেন- মুরগির টিকাদান কর্মসূচী (লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল)
    আপনার আরো প্রশ্ন থাকলে এই পেজে প্রশ্ন করুন

  8. টাইগার মুগির খাবার দিনে কতবার দিতে হয়?

  9. ১০০ টাইগার মুরগি ১ দিন বয়স থেকে প্যারেন্টস করতে গেলে কি কি ভ্যাকসিন প্রয়োজন,কোথায় পাবো?দাম কত হবে আর কয়দিন বয়সে দিতে হবে।

  10. টাইগার মুরগি ১ দিন বয়স থেকে প্যারেন্টস করতে গেলে কি কি ভ্যাকসিন প্রয়োজন,কোথায় পাবো?দাম কত হবে আর কয়দিন বয়সে দিতে হবে। ভ্যাকসিন তালিকাটা দিবেন টাইগার মুরগির

  11. #HELP_POST.
    বর্তমানে ১,০০০ টাইগার মুরগী পালনে কতো টাকা খরচ হতে পারে মাংসের জন্য সব মিলিয়ে? একটু ডিটেইলস বলবেন কেও?
    ১) ১ টা মুরগীর জন্য দিনে কতো খাবার লাগে বা ২ মাসে কতো খাবার লাগতে পারে?
    ২) বাচ্চার দাম কতো হতে পারে বর্তমানে?
    ৩) কি কি মেডিসিন লাগতে পারে ২ মাসের জন্য এবং কতো টাকা লাগতে পারে?
    ৪) লিটার + বিদ্যুৎ বিল কতো লাগবে পারে ২ মাসে?
    ৫) মোট একটা মুরগির পিচনে খরচ পরতে পারে?
    ৬) ১,০০০ মুরগীর জন্য কর্মচারি লাগবে কি? লাগলে কতোজন ?
    ৭) বর্তমানে টাইগার মুরগীর দাম কতো ?

    @@উপরের তথ্য গুলি দিয়ে কেও আমাকে উপকার করবেন প্লিজ?
    #MISHKATBD Plesas help me.

  12. ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, তথ্যবহুল আর্টিকেল পোস্ট করার জন্য।

    আমি জানতে চাই, ০ – শেষ পর্যন্ত টাইগার মুরগির ঔষধ এবং খাদ্যতালিকা বা বিস্তারিত চার্ট।

    দিলে কৃতজ্ঞ থাকব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *