গবাদিপশু পালন বিষয়ক সাধারণ তথ্যাবলী

গবাদিপশু পালন

গবাদিপশু পালন বিষয়ক সাধারণ তথ্যাবলী খামারির অবশ্যই জানা থাকা দরকার। কোন প্রাণির শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, বিভিন্ন জাতের গবাদি প্রাণির প্রজনন কাল কত ইত্যাদি জানা না থাকলে খামার পরিচালনা করা কঠিন।

সুস্থ প্রাণির স্বাভাবিক তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাসের হার এবং নাড়ীর হ্রদস্পন্দন

প্রাণির নামতাপমাত্রাশ্বসনের গতি/মিনিটহৃদস্পন্দন/মিনিট
গরু১০০-১০২১০-৩০৬০-৭৫
মহিষ১০০-১০১১২-১৬৪০-৬০
ছাগল/ভেড়া১০১-১০২১২-২০৭০-৮০
ঘোড়া৯৯.৫-১০০.৫৮-১২৩২-৪২
কুকুর১০১-১০২১৫-৩০৬০-৯০
বিড়াল১০১-১০২২০-৩০১১০-১৩০

বিভিন্ন জাতের প্রানির প্রজনন কাল

প্রানির নামগরম হওয়ার স্থায়িত্বকালগর্ভসঞ্চালন না হলে পুনরায় ডাকে আসার সময়বাচ্চা প্রসবের পর পুনরায় ডাকে আসার সময়
গাভী১২-২৪ ঘন্টা৩-৪ দিন৩-৮ সপ্তাহ
মহিষীকয়েক ঘন্টা ২১ দিন৩-৪ সপ্তাহ
ঘোটকী৫-৭ দিন১৪-২৮ দিন৭-১০ দিন
ভেড়ী/ছাগী১-২ দিন১৭-২১ দিন৪-৬ মাস
কুকুরী৯-১৮ দিন৫-৬ মাস৫-৬ মাস
বিড়ালী৭-১০ দিন১৮-২৪ দিন৪ মাস
গবাদিপশু পালন বিষয়ক

বিভিন্ন প্রাণির গর্ভধারণ ও দুগ্ধদান কাল

গবাদি প্রাণির নামগর্ভধারণ কাল (দিন)দুগ্ধদান কাল (দিন)
গাভী২৭৫-২৮৫২৮০-৩০০
মহিষী৩৩০-৩৪০২৭০-২৮০
ঘোটকী৩৩৫-৩৪৫২৪০-২৭০
ভেড়ী/ছাগী১৪০-১৫৫৯০-১০০
কুকুরী৬০-৬৫৫৫-৫৬
বিড়ালী৫৫-৬৫৩০-৪০

আরো পড়ুন: গাভী গরুর ম্যাস্টাইটিস বা ওলান পাকা রোগ (Mastitis in cows)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *