গবাদিপশু ও পোল্ট্রির এমোক্সিসিলিন গ্রুপের ঔষধ ও ব্যবহার নির্দেশিকা

গবাদিপশু ও পোল্ট্রির এমোক্সিসিলিন গ্রুপের ঔষধ

গবাদিপশু ও পোল্ট্রির এমোক্সিসিলিন গ্রুপের ঔষধ গবাদিপশু ও পোল্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ এন্টিবায়টিক। এমোক্সিসিলিন একটি ব্রড স্পেকট্রাম এন্টিবায়টিক। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচির তৈরি করতে বাধা দেয়। ফলে ব্যাকটেরিয়া মারা যায়।

হাঁস-মুরগির (পোল্ট্রি) এমোক্সিসিলিন গ্রুপের ঔষধ

পোল্ট্রির বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা ও প্রতিরোধে এই গ্রুপের ঔষধ পানিতে ব্যবহার করা হয়। হাঁস মুরগির শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, মূত্র এবং জননতন্ত্রের সংক্রমণ যেমন- ই. কলাই, সালমোনেলা, স্ট্যাফাইলোকক্কোসিস, কলিব্যাসিলোসিস, কলেরা, ইনফেকশাস করাইজা, স্ট্রেপটোকক্কোসিস, নিউমোনিয়া, মাইকোপ্লাজমোসিস এবং ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়।

পোল্ট্রিতে এমক্সিসিলিন গ্রুপের ঔষধসমূহ

হাঁস, মুরগি, কবুতর তথা পোল্ট্রিতে ব্যবহার্য প্রচলিতেএমোক্সিসিলিন গ্রুপের ঔষধের একটি তালিকা নিচের টেবিলের মাধ্যমে প্রকাশ করা হলো।

ঔষধের নাম ফর্মুলেশন বাজারজাতকারী প্রতিষঠান
এসিমক্স ভেট (Acimox vet)১০০ গ্রাম ও ৫০০ গ্রাম পাওডারএসিআই এনিমেল হেল্থ
মক্সাসিল ভেট (Moxacil vet powder)১০০ গ্রাম, ৫০০ গ্রাম পাউডারস্কয়ার ফার্মাসিটিক্যালস লিঃ
মক্সিলিন ভেট ১৫% (Moxilin vet 15%)১০০ গ্রাম ও ১ কেজি পাউডারএকমি
এসকামক্স (Eskamox)১০০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কেজি পাউডারএসকেএফ
রেনামক্স ভেট (Renamox)১০০ গ্রাম ও ৫০০ গ্রামরেনাটা এনিমেল হেল্থ

গবাদিপশুর এমোক্সিসিলিন গ্রুপের ঔষধ

গবাদিপশুর ক্ষেত্রে এটি ইনজেকশন ফর্মে পাওয়া যায়।

গবাদিপশুর ঔষধের নামফর্মুলেশনবাজারজাতকারী প্রতিষঠান
এসিমক্স ভেট (Acimox Vet)ইনজেকশনএসিআই এনিমেল হেল্থ
এসিমক্স ডিএস ভেট (Acimox des Vet)
এমকক্স ভেট (Amcox Vet)রেনাটা লিঃ
ইনভিমক্স এলএ 9Invemox LA) এসিআই এনিমেল হেল্থ
মক্সালিন ভেট (Moxaxil Vet)স্কয়ার
রেনামক্স ভেট (Renamox)৫০০ মি.গ্রা. ট্যাবলেটরেনাটা লিঃ
হাইকোমক্স (Hicomox)ইনজেকশন অপসোনিন
ফাইমক্স ভেট (Fimox vet)2.0 গ্রাম ইনজেকশনপপুলার ফাঃ
এমক্সিভেট (Amoxivet)১ গ্রাম ইনজেকশনটেকনো
এমক্সিসিল ৫০০ ভেট বোলাস (Amoxycil)৫০০ মি.গ্রা. বোলাসক্যামিস্ট
নাভামক্স ভেট (Navamox Vet)500 মি.গ্রা. বোলাসনাভানা ফাঃ

ব্যবহার নির্দেশিকা

জেনেরিক মাত্রা: ৬-১১ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে ব্যবহার্য।

ঔষধের মাত্রা: প্রতিটি প্রাণিতে ১০০ কেজি ওজন এর জন্য ১ গ্রাম ইনজেকশন হলে ৬-১০ মি.লি এবং ডিএস ইনজেকশন হলে ৩-৫ মিলি মাংসপেশীতে ৩-৫ দিন প্রয়োগ করতে হয়।

আরো পড়ুন: পেনিসিলিন গ্রুপের ভেটেরিনারি ঔষধ