কলিটিন ভেট (Colitin Vet)- কলিস্টিন সালফেট ওরাল সলিউশন

কলিটিন ভেট (Colitin Vet)

কলিটিন ভেট (Colitin Vet)- কলিস্টিন সালফেট ওরাল সলিউশন- একটি পোলিট্রর জন্য এন্টিবায়টিক। কলিটিন ভেট ওরাল সলিউশন হাঁস মুরগির ঔষধ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) বাজারজাতকরল করে থাকে। এটি পোল্ট্রির জন্য লিকুইড আকারে পাওয়া যায়। এটি বিভিন্ন প্রকার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ও সংক্রমণ রোধে ব্যবহার করা হয়।

কলিটিন ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নাম কলিটিন ভেট (Colitin Vet)
ঔষধের গ্রুপএন্টিবায়টিক
ঔষধের ধরনওরাল সলুশন
নির্দেশিত প্রাণিপোল্ট্রি, গরু, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি।
মুল উপাদান ও পরিমানপ্রতি মি.লি এ রয়েছে কলিস্টিন সালফেট (colistin sulfate) বিপি ২৪ লাখ আইইউ।
কাজ বা ব্যবহার নির্দেশনাকলিটিন ভেট পোল্ট্রি, গরু, বাছুর, ছাগল ও ভেড়ায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন, ই. কলাই, হিমোফিলাস,সালমোনেলা প্র., শিগেলা প্র., সিউডোমোনাস, অ্যারোব্যাকটার, পাশ্চুরেলাপ্র. দ্বারা সৃষ্ট পরিপাকতন্ত্রের সংক্রমণের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার নির্দেশিত।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
ষুধুমাত্র মুখে খাওয়ানো জন্য।
পোল্ট্রি: ১ মিলি ২-৪ লিটার খাকান পানির সাথে মিশিয়ে ৫-৭ দিন।
গরু, বাছুর, ছাগল ও ভেড়া: ১ মিলি/৪০ কেজি দৈহিক ওজনের জন্য দিনে ২ বার ৫-৭ দিন।
রেজিস্টার্ড ভেটেরিনারী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
সতর্কতাসতর্কতা অবলম্বন করতে হবে। বৃক্কে মারাত্বক সমস্যা আছে এমন পশু ও পোল্ট্রিতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ঔষধ মিশ্রিত পানি ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে।
প্রতিনির্দেশনাকলিস্টিনের প্রতি সংবেদনশীল পশু ও পোল্ট্রিতে প্রতিনির্দেশিত।
প্রত্যাহার কালমাংস- ১ দিন
দুধ- মানষের খাওয়ার জন্য দুধ উৎপাদনকারি পশুতে ব্যবহার করা যাবে না।
ডিম- ০ দিন
প্যাক সাইজ১ লিটার বোতল
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠান
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)২৬০০.০০ টাকা

কাজের ধরণ

কলিস্টিন পলিমিক্সিন গ্রুপের অন্তর্ভুক্ত একটি সাইক্লিক পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লীকে ছিদ্র করে কোসের ভেদ্যতার পরিবর্তন ঘটায় এবং কোষের ভেতরের পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংশ করে।

পোল্ট্রি ও গবাদি পশুর ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় কলিটিন ভেট কলিস্টিন সালফেট ওরাল সলিউশন ব্যবহার করা হয়।

আরো পড়ুন- গ্লুকোলাইট ভেট (Glucolyte Vet)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *