লিভানিড ভেট (Levanid Vet) বোলাস

লিভানিড ভেট (Levanid Vet) বোলাস

লিভানিড ভেট (Livanid Vet) বোলাস। গবাদি পশুর লিভার কৃমি সহ নানান ধরণের কৃমির বিরুদ্ধে দারুন কার্যকর একটি কৃমি নাশক ঔষধ। কলিজা কৃমি গবাদি পশুর জন্য মারাত্বক ক্ষতিকর। রেজিঃ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে সঠিক নিয়মে গবাদিপশু পরিপূর্ণ কৃমি মুক্ত করুণ। ছাগল গরুর কলিজা কৃমির ঔষধ।

লিভানিড ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামলিভানিড ভেট (Levanid Vet)
ঔষধের গ্রুপকৃমিনাশক ঔষধ
ঔষধের ধরনবোলাস
ব্যবহৃত প্রাণিগরু, মহিষ, ছাগল ও ভেড়া।
মুল উপাদান ও পরিমানবোলাস- প্রতি বোলাছে আছে টেট্রামিসোল হাইড্রোক্লোরাইড বিপি ২ গ্রাম এবং অক্সিক্লোজানাইড বিপি ১.৪ গ্রাম। Tetramisole and oxyclozanide
কাজ বা ব্যবহার নির্দেশনালিভানিড ভেট বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন কৃমিনাশক ট্যাবলেট বা বোলাস।
গবাদি পশুর যকৃত কৃমি বা লিভার কৃমি সহ গোলকৃমি, ফুসফুস কৃমি, চাবুক কৃমি, রুমেন ফ্লক,
মনিজিয়া ইত্যাদি প্রজাতিসমূহের বিরুদ্ধে কার্যকর।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
১ টি বোলাস/ট্যাবলেট ১০০-১৫০ কেজি দৈহিক ওজনের জন্য।
পানির সাথে বা ফিডের সাথে (গুড়ের মতো) দ্বারা চালিত করা যেতে পারে বা সরাসরি কলা-পাতা দিয়ে মোড়ানো হতে পারে।

গবাদি পশুর বিভিন্ন প্রকার কৃমি প্রতিরোধে উত্তম ও কার্যকর ফলাফল পেতে
প্রতি ৩-৪ মাস অন্তর অন্তর খাওয়াতে হবে।
সতর্কতাঔষধ খাওয়ানোর পর পর্যাপ্ত পানি পান করাতে হবে।
প্রতিনির্দেশনাগর্ভাবস্থার প্রথম ৩ মান লিভানিড ভেট খাওয়ানো থেকে বিরত থাকুন।
প্রত্যাহার কালমাংস- ১৪ দিন।
দুধ- ০ দিন।
প্যাক সাইজ১০/২ (২০) টি বোলাস/বক্স
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)
লিভানিড ভেট

লেভানিড ভেট একটি ব্রডস্পেক্টাম অ্যান্থেলিমিন্টিক। গরু, মহিষ, ছাগল এবং ভেড়া যেমন হ্যামোনচাস এবং অস্টোমাসের ওস্টেরট্যাগিয়ার পাকস্থলীর এবং অন্ত্রের প্রধান গোল কৃমি; কুপেরিয়া, ট্রাইকোস্ট্রংগেলাস এবং ছোট অন্ত্রের বুনোস্টোমাম; বড় অন্ত্রের ওসোফাগোস্টোমাম এবং ট্রাইচুরিস এবং ফুসফুসের ডিকটিওকুলাসের মতো হেলমিন্থের ।

অন্যান্য প্রজাতির হেলমিনথ; ফ্যাসিওলা জিগ্যান্টিকা, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলোইডস, লিভারের ডিক্রোকোয়েলিয়াম এবং পেটের প্যারাম্ফিস্টোম লেভানিড ভেট ঔষধ দিয়ে নির্মূল করা যায়।

আরো পড়ুন: এ মেকটিন প্লাস ভেট (A Mectin Plus Vet)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *