মুরগির জীবাণু ঘটিত রোগ সমূহ

ব্রয়লার মুরগি

মুরগির জীবাণু ঘটিত রোগ সমূহ খামারের জন্য অত্যান্ত ক্ষতিকর। এসকল রোগ (Poultry Disease) খামারকে ধুলোয় মিশিয়ে দিতে যথেষ্ট। মুরগির জীবাণু ঘটিত রোগে মৃত্যুর হার বেশি হয়। সাধারণত মুরগিকে যেসব রোগের জীবাণু আক্রমন করে তাদেরকে ৫ টি ভাগে ভাগ করা যায়।

মুরগির জীবাণু ঘটিত রোগ

  1. ভাইরাস জনিত রোগ
  2. ব্যাকটেরিয়া
  3. মাইকোপ্লাজমা
  4. ছত্রাক বা ফাঙ্গাস
  5. পরজীবী

এছাড়াও হাঁস-মুরগি অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হতে পারে।

মুরগির জীবাণু ঘটিত রোগ

মুরগিতে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম

  1. রাণীক্ষেত রোগ (New Castle Disease)
  2. বসন্ত রোগ (Fowl Pox)
  3. ইনফেকশাস ল্যারিনগোট্রাকিয়াইটিস
  4. এভিয়ান ইনফ্লুয়েন্জা (Aviain Influenza)
  5. এভিয়ান এনসেফালোমাইলাইটিস (Avian Encephalomyelitis)
  6. ম্যারেক্স রোগ (Marek’s Disease)
  7. গামবোরো বা ইনফেকশাস বার্সাল রোগ (Infectious Bursal Disease)
  8. লিম্পফয়েড লিউকোসিস কমপ্লেক্স (Lymphoid Leucosis Complex)
  9. এগ ড্রপ সিনড্রম ‘৭৬ (Egg Drop Syndrome 1976)
  10. সোলেন হেড সিনড্রম (Swollen Head Syndrome)
  11. ইনফেকশাস ব্রংকাইটিস (Infectious Bronchitis)

মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের নাম

  • পুলোরাম রোগ (Pollorum Disease)
  • ফাউল কলেরা (Fowl Cholera)
  • ফাউল টাইফয়েড (Fowl Typhoid)
  • ইনফেকশাস কোরাইজা (Infectious Coryza)
  • কলিব্যাসিলোসিস (Colibacillosis)
  • স্ট্রেপটোকক্কোসিস (Streptococcosis)
  • স্টেফাইলোকক্কোসিস (Staphylococcosis)
  • ঔমফোলাইটিস (Omphalitis)

আশাকরি পোল্ট্রি খামারিগণ এসকল রোগ থেকে সচেতন হবেন।

আরো পড়ুন: মুরগির ডিমের পুষ্টিগুণ, গঠন, উপাদান ও উপকারিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *