মক্সিলিন ভেট (Moxilin Vet) ইনজেকশন ও বোলাস- একটি গবাদি পশুর জন্য অ্যামোক্সিসিলিন গ্রুপের এন্টিবায়টিক। মক্সিলিন ভেট- ভেটেনিনারী ঔষধ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। এটি গবাদিপশুর জন্য ইনজেকশন ও বোলাস আকারে পাওয়া যায়। গবাদিপশুর বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগে ও ভাইরাস জনিত রোগে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে মক্সিলিন ভেট ব্যবহার করা হয়।
মক্সিলিন ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | মক্সিলিন ভেট (Moxilin Vet) |
ঔষধের গ্রুপ | এন্টিবায়টিক |
ঔষধের ধরন | ইনজেকশন ও বোলাস |
নির্দেশিত প্রাণি | গবাদি পশু |
মুল উপাদান ও পরিমান | বোলাস- প্রতিটি বোলাসে রয়েছে অ্যামোক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি যা ১ গ্রাম অ্যামোক্সিসিলিন এর সমান। পাউডার ফর ইনজেকশন ১ গ্রাম- প্রতি মিলি ইনজেকশনে আছে অ্যামোক্সিসিলিন ১ গ্রাম এবং প্রতি অ্যাম্পুলে রয়েছে সংমিশ্রণের জন্য ১০ মিলি ওয়াটার ফর ইনজেকশন। পাউডার ফর ইনজেকশন ২ গ্রাম- প্রতি মিলি ইনজেকশনে আছে অ্যামোক্সিসিলিন ১ গ্রাম এবং প্রতি অ্যাম্পুলে রয়েছে সংমিশ্রণের জন্য ১০ মিলি ওয়াটার ফর ইনজেকশন। মক্সিলিন ভেট এলএ– প্রতি মিলি ইনজেকশনে আছে অ্যামোক্সিসিলিন ১৫০ মিলিগ্রাম। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাতিপশুর মূত্র ও প্রজননতনেত্রর রোগসমূহ– ওলান প্রদাহ, জরায়ুতে ইনফেকশন, গর্ভফুল আটকে যাওয়া, মূত্র নালী ও থলীতে ইনফেকশন, কিডনীর প্রদাহ ইত্যাদি সংক্রমণ ও প্রতিরোধে নির্দেশিত। গবাদিপশুর রেসপায়রেটরি/ শ্বাসতন্ত্রের রোগসমূহ- নিউমোনিয়, ব্রংঙ্কাইটিস, বাছুরের ডিপথেরিয়, সাইনুসাইটিস,ফ্যারিংগাইটিস ও ল্যারিংগাইটিস ইত্যাদি রোগের সংক্রমণ ও প্রতিরোধে নির্দেশিত। গবাদিপশুর পরিপাকতন্ত্রের রোগসমূহ- বাছুরের সাদা উদারাময়, সালমোনেলোসিস, পাকস্থলির প্রদাহ, আন্ত্রিক প্রদাহ, মুখের প্রদাহ ও ক্যামপাইলোব্যাকটেরিয়োসিস ইত্যাদি রোগের সংক্রমণ ও প্রতিরোধে নির্দেশিত। গবাদিপশুর পেশী-কঙ্কালতন্ত্রের রোগসমূহ- ত্বক ও নরম কোষকলারসংক্রমণ, ফোঁড়া, বিভিন্ন প্রকার ক্ষত, পা পঁচা, আর্থ্রাইটিস, একজিমা ও বাদলা ইত্যাদি রোগের সংক্রমণ ও প্রতিরোধে নির্দেশিত। পরজীবীজনিত সংক্রমণ ও অপারেশনের পরে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | বোলাস: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গবাদিপশু- একটি বোলাস/১২৫ কেজি দৈহিক ওজন হিসাবে (৮ মি.গ্রা./কেজি) দিনে দুইবার খাওয়াতে হবে। ঘোড়া- একটি বোলাস /২৫-৪০ কেজি দৈহিক ওজন হিসাবে দিনে ৩ বার খাওয়াতে হবে। কুকুর/বিড়াল- ১০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে দুই বার খাওয়াতে হবে। পাউডার ফর ইনজেকশন: শুধুমাত্র মাংসপেশীতে/শিরায়/চামরার নিচে প্রয়োগের জন্য। গরু- ৭ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে একবার অথবা দুইবার করে ৩-৫ দিন প্রয়োগ করতে হয়। অথবা ১ গ্রাম/১৪২ কেজি ও ২ গ্রাম/২৮৫ কেজি দৈহিক ওজন হিসাবে। ঘোড়া- ১০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে একবার অথবা দুইবার করে ৩-৫ দিন প্রয়োগ করতে হয়। ভেড়া/ছাগল/শুকর- ৭ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে দিনে একবার অথবা দুইবার করে ৩-৫ দিন প্রয়োগ করতে হয়। এলএ: ধুমাত্র মাংসপেশীতে/চামরার নিচে প্রয়োগের জন্য। সাধারণত ১ মিলি/১০ কেজি দৈহিক হিসেবে, প্রয়োজনে ৪৮ ঘন্টা পরপর পুনরায় দিতে হবে। প্রতিবার প্রয়োগের সময় ভিন্ন ভিন্ন স্থানে প্রয়োগ করতে হবে। গরু- ২০ মিলি/২০০ কেজি দৈহিক ওজন হিসেবে মাংসপেশীতে। ছাগল ও ভেড়া- ২ মিলি/২০ কেজি দৈহিক ওজন হিসেবে মাংসপেশীতে। কুকুর- ১ মিলি/১০ কেজি দৈহিক ওজন হিসেবে মাংসপেশীতে। |
সতর্কতা | সতর্কতা অবলম্বন করতে হবে। |
প্রতিনির্দেশনা | ভ্যাটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে প্রয়োগ করতে হবে। |
প্রত্যাহার কাল | বোলাস- মাংস ১০ দিন, দুধ ১ দিন। পাউডার ফর ইনজেকশন- মাংস ১৮ দিন, দুধ ১ দিন। এলএ- মাংস ২১ দিন, দুধ ২.৫ দিন। |
প্যাক সাইজ | বোলাস- ৫x৪টি বোলাস/বক্স। পাউডার ফর ইনজেকশন ১ গ্রাম- ১টি ভায়াল,১টি অ্যাম্পুল ও ১টি সিরিন্জ। পাউডার ফর ইনজেকশন ২ গ্রাম- ১টি ভায়াল,১টি অ্যাম্পুল ও ১টি সিরিন্জ। এলএ ইনজেকশন- ১০ মিলি, ৩০ মিলি ও ১০০ মিলি ভায়াল। |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) | — টাকা |

গবাদি পশুর ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় মক্সিলিন ভেট ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার করা হয়।
আরো পড়ুন- গ্লুকোলাইট ভেট (Glucolyte Vet)