ব্লট স্টপ ভেট (Bloat Stop Vet)

ব্লট স্টপ ভেট (Bloat Stop Vet)

ব্লট স্টপ ভেট (Bloat Stop Vet) একটি গবাদি পশুর পেট ফাঁপা, ব্লট ও টিম্পনি সমস্যার কার্যকরি ঔষধ। ব্লট স্টপ ভেট নামক গবাদি প্রাণির এন্টি ব্লট ঔষধ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি প্রাণির জন্য পেট ফাঁপা, পেটে গ্যাস হওয়া, ব্লট ও টিম্পনির চিকিৎসায় ব্যাপক ব্যবহার হয়ে থাকে।

ব্লট স্টপ ভেট ঔষধ পরিচিতি

ঔষধের নাম ব্লট স্টপ ভেট (Bloat Stop Vet)
ঔষধের গ্রুপএন্টি ব্লট
ঔষধের ধরনলিকুইড সাসপেনশন
নির্দেশিত প্রাণিরুমিন্যান্ট- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি।
মুল উপাদান ও পরিমানপ্রতি ১০০ মিলি এ রয়েছে
সেমিথিকন ইউএসপি- ১ গ্রাম
ডিল ওয়েল বিপি- ০.৫ মি.গ্রা.
কাজ বা ব্যবহার নির্দেশনাব্লট ও টিম্পানি রোগের চিকিৎসায়।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
তীব্র রোগে-
গরু/মহিষ: ১০০ মিলি
ছাগল/ভেড়া: ২০ মিলি
দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে-
গরু/মহিষ: ১০০ মিলি
ছাগল/ভেড়া: ২০ মিলি
সরাসরি মুখের ভেতর অথবা ক্যানুলা বা লম্বা সুচের মাধ্যমে রুমেনে প্রয়োগ করতে হবে।
অথবা ভ্যাটেরিনারিয়ানের পরামর্শক্রমে খাওয়াতে হবে।
সতর্কতানেই
প্রতিনির্দেশনানেই
প্রত্যাহার কালমাংস এবং দুধ- ০ (শূন্য) দিন।
প্যাক সাইজ১০০ মিলি বোতল।
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)
ব্লট স্টপ ভেট
চিত্র- ব্লট স্টপ ভেট ঔষধ ১০০ মিলি বোতল

ছাগল, গরু, ভেড়া ইত্যাদি পশুতে এই গবাদি পশুর পেট ফাঁপা, ব্লট ও টিম্পনির ঔষধ টি ব্যবহার করা যেতে পারে।

আরো পড়ুন: হেপাটোভেট