বাণিজ্যিক লেয়ার মুরগির টিকাদান কর্মসূচী (ভ্যাকসিন সিডিউল) একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয়। মুরগিকে ভাইরাস ও অনুজীব থেকে রক্ষা পেতে ভ্যাকসিন বা টিকার বিকল্প নেই। লেয়ার মুরগি পালন এমন একটি বিষয় যে এরকটি রোগই আপনার সমস্ত ইনভেষ্ট কে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে যথেষ্ট।
আর তাই খামারে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গোড়ে তুলতে হবে।
লেয়ার মুরগির টিকাদান কর্মসূচী / লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল
বয়স দিন | বয়স সপ্তাহ | রোগের নাম | টিকার নাম | প্রয়োগের স্থান | মন্তব্য |
২ | ১ | রানীক্ষেত ও ব্রংকাইটিস | লাইভ বা জীবন্ত | চোখে | আবশ্যক |
৭ | ১ | গামবোরো | লাইভ বা জীবন্ত | চোখে | আবশ্যক |
১০ | ২ | রানীক্ষেত ও গামবোরো | কিল্ড বা মৃত | চামড়ার নিচে/মাংসে | আবশ্যক |
১৫ | ৩ | রানীক্ষেত ও ব্রংকাইটিস | লাইভ বা জীবন্ত | চোখে | আবশ্যক |
১৮ | ৩ | গামবোরো | লাইভ বা জীবন্ত | চোখে | আবশ্যক |
৪০ | ৬ | ফাউল পক্স | লাইভ বা জীবন্ত | পাখনায় ইনজেকশন | আবশ্যক |
৪৫ | ৭ | রানীক্ষেত ও ব্রংকাইটিস | লাইভ বা জীবন্ত | চোখে | আবশ্যক |
৫০ | ৮ | মাইক্রোপ্লাজমা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে ইনজেকশন | ঐচ্ছিক |
৬০ | ৯ | ফাউল কলেরা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে/মাংসে ইনজেকশন | ঐচ্ছিক |
৭০ | ১০ | ইনফেকশাস করাইজা | কিল্ড বা মৃত | মাংস পেশীতে ইনজেকশন | আবশ্যক |
৭৭ | ১১ | সালমোনেলা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে ইনজেকশন | ঐচ্ছিক |
৮৫ | ১৩ | এভিয়ান এনসেফালোমাইলাইটিস | লাইভ বা জীবন্ত | পাখনায় ইনজেকশন | ঐচ্ছিক |
৯৪ | ১৪ | ফাউল কলেরা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে/মাংসে ইনজেকশন | ঐচ্ছিক |
১০২ | ১৫ | ইনফেকশাস করাইজা | কিল্ড বা মৃত | মাংসে ইনজেকশন | আবশ্যক |
১০৯ | ১৬ | মাইক্রোপ্লাজমা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে ইনজেকশন | ঐচ্ছিক |
১১৬ | ১৭ | সালমোনেলা | কিল্ড বা মৃত | চামড়ার নিচে ইনজেকশন | ঐচ্ছিক |
১২২ | ১৮ | এগড্রপ সিনড্রম | কিল্ড বা মৃত | চামড়ার নিচে/মাংসে ইনজেকশন | আবশ্যক |

লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল ও সাবধানতা
- বাণিজ্যিক লেয়ার মুরগির ভ্যাকসিন সিডিউল টি এলাকায় রোগের প্রকোপ এবং মুরগির শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
- টিকা বা ভ্যাকসিন প্রয়োগের মাত্রা প্রস্তুতকারীর নির্দেশিকা অনুসারে নির্ধারণ করতে হবে।
- হ্যাচারি তে ১ দিন বয়সে ম্যারেক্স রোগের টিকা দেওয়া না থাকলে ১ দিন বয়সে এই টিকা দিতে হব্
- সেকল ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেন করতে হবে।
ভ্যাকসিন অকার্যকর হওয়ার কারণ সমূহ
- প্যারেন্ট হতে বাচ্চাতে পাওয়া এন্টিবডির পরিমান নির্ধারন না করে ভ্যাকসিন প্রয়োগ করলে বালো ফল হবে না।
- পরিবেশের ভাইরাসের স্ট্রেইনের সাথে মিল না থাকলে ভ্যাকসিন কার্যকর হবে না।
- পূর্বে থেকেই মুরগি ঐ রোগে আক্রান্ত থাকলে।
- সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা হলে।
- খাবার পানিরি মাধ্যমে প্রয়োগের ক্ষেত্রে বাথে অন্য ঔষধ বা রাসায়নিক উপাদান ব্যবহার করলে।
- সঠিক মাত্রায় প্রয়োগ না করা হলে।
- রোগাক্রান্ত মুরগিকে টিকা দেওয়া।
- আবহাওয়া বা যেকোন প্রকার ধকলের সময় টিকা দেওয়া।
- যন্ত্রপাতি জীবানুমুক্ত না করা।
- খাদ্যে মাইকোটক্সিনের উপস্থিতি।
- বাতাস চলাচলের ব্যবস্থা যথেষ্ট না থাকলে
- ঘড়ে এমোনিয়া গ্যাস বেশি হলে।
আরো পড়ুন: লেয়ার মুরগির লাইটিং শিডিউল
এর পর ভ্যাকসিন আছে কি না
এর পর মুরগির বয়স অনুযায়ী কিছু ভ্যাকসিন পুনরায় প্রয়োগ করতে হয়।