বভি কেয়ার ভেট (Bovi Care Vet) একটি গবাদি পশুর পেট ফাঁপা ও বদ হজমের ঔষধ। বভি কেয়ার ভেট নামক পশুর ঔষধ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। গরু, ছাগল ইত্যাদি প্রাণির জন্য পেট ফাঁপা, বদহজম সহ রুমেনের কার্যকারিতা পুরণে ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
বভি কেয়ার ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | বভি কেয়ার ভেট (Bovi Care Vet) |
ঔষধের গ্রুপ | পেট ফাঁপা ও বদ হজমের ঔষধ |
ঔষধের ধরন | পাওডার |
নির্দেশিত প্রাণি | গবাদি পশু- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি। |
মুল উপাদান ও পরিমান | প্রতি ২৫ গ্রাম এ রয়েছে ট্র্যাকিস্পারমাম অ্যাম্মি- ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট– ৫০০ মিলিগ্রাম জিনজার পাওডার- ২৫ মিলিগ্রাম কোবাল্ট কার্বোনেট- ০.১১ মিলিগ্রাম ডিএল-মিথিওনিন- ৪২.৫ মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড- ০.৪২ মিলিগ্রাম |
কাজ বা ব্যবহার নির্দেশনা | ব্লট ও টিম্পানি, খাবারের মাধ্যমে বিষক্রিয়, রুমেন ও রেটিকুলামের কার্যকারিতা হ্রাস পাওয়ার ফলে সৃষ্ট মেটাবলিক ডিজিস ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহারের জন্য নির্দেশিত। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। চিকিৎসায়- প্রাপ্ত বয়স্ক পশু: ১২৫ গ্রাম ঔষধ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এভাবে দিনে ২ বার। বাছুর: ৬০ গ্রাম বা প্যাকেটের অর্ধেক করে দিনে ২ বার। ছাগল ও ভেড়া: ৩০ গ্রাম করে দিনে এক বার। প্রতিরোধ- প্রাপ্ত বয়স্ক: ৩০-৬০ গ্রাম করে দিনে ১ বার ২-৩ দিন। অথবা ভ্যাটেরিনারিয়ানের পরামর্শক্রমে খাওয়াতে হবে। |
সতর্কতা | নেই |
প্রতিনির্দেশনা | নেই |
প্রত্যাহার কাল | মাংস এবং দুধ- ০ (শূন্য) দিন। |
প্যাক সাইজ | ১০ গ্রাম ও ১২৫ গ্রাম স্যাচেট |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |

ছাগল, গরু, ভেড়া ইত্যাদি পশুতে এই গবাদি পশুর পেট ফাঁপা ও বদ হজমের ঔষধ টি ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুন: ফেরোভেট (Ferovet)
আমার একটি বকনা আছে।যার ওজন ২০০ কেজি। খাওয়ার রুচি, পায়খানা ঠিক আছে। কিন্তু সমস্যা এখন শুয়ে থাকে পেট ফুলে ওঠে এবং কুথ পারে। কি ঔষধ খাওয়াবো? জানালে উপকৃত হবো।