ফেরোভেট (Ferovet)

ফেরোভেট (Ferovet)

ফেরোভেট (Ferovet) একটি গবাদি পশু-পাখির রক্তবর্ধক ঔষধ। ফেরোভেট নামক পশু-পাখির আয়রণ সিরাপ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। গরু ও ছাগলের রক্তবর্ধক বা আয়রণ টনিক হিসাবে প্রচুর ব্যবহার হয়ে থাকে।

ফেরোভেট ঔষধ পরিচিতি

ঔষধের নাম ফেরোভেট (Ferovet)
ঔষধের গ্রুপ রক্তবর্ধক বা আয়রণ টনিক
ঔষধের ধরনলিকুইড ওরাল সলুসন
নির্দেশিত প্রাণিগবাদি পশু- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, পাখি ইত্যাদি।
মুল উপাদান ও পরিমানপ্রতি মিলি এ রয়েছে
ফেরাস সালফেট- ০.৫ মি.গ্রা.
কপার সালফেট– ০.২ মি.গ্রা.
কোবাল্ট সালফেট- ০.১ মি.গ্রা.
ভিটামিন বি১২- ০.১ মি.গ্রা.
কাজ বা ব্যবহার নির্দেশনাআয়রণ, কপার, কোবাল্ট ও ভিটামিন ‍বি১২ এর অভাব ও পরজীবী সংক্রমণের ফলে সৃষ্ট রোগ প্রতিরোধ ও চিকিৎশায়, প্রজনন ক্ষমতা, রক্ত স্বল্পতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নির্দেশিত।
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য।
১ মিলি / কেজি দৈহিক ওজন হিসাবে দিনে ২ বার ৫-৭ দিন।
সতর্কতানেই
প্রতিনির্দেশনানেই
প্রত্যাহার কালমাংস এবং দুধ- ০ (শূন্য) দিন।
প্যাক সাইজ১০০ মিলি, ৫০০ মিলি ও ১ লিটার বোতল
সংরক্ষণআলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
উৎপাদনকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
বাজারজাতকারী প্রতিষ্ঠানদি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ)
দাম (খুচরা মূল্য)
ফেরোভেট

ছাগল, গরু, ভেড়া ইত্যাদি পশুতে এই আয়রণ টনিক রক্তবর্ধক হিসাবে ব্যবহার করা যেতে পারে।

আরো পড়ুন: ম্যাগভেট ও ম্যাগভেট প্লাস