নিওট্র্যাক্স ভেট (Neotrax Vet) সিরাপ। বাছুর বা নবজাতক বাচ্চার কৃমিনাশক ছিরাপ। বাছুর জন্ম নেয়ার ১০ দিন পর ১০-২০ কেজি ওজনের জন্য ১৫ মিলি হিসাবে মুখে খাওয়াতে হবে। এই সময় বাছুরের ও ছাগলের বাচ্চাকে কৃমি মুক্ত করা খুবই জরুরী। এসময় নিওট্র্যাক্স ভেট সিরাপ একটি কার্কারী কৃমিনাশক ঔষধ।

নিওট্র্যাক্স ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | নিওট্র্যাক্স ভেট (Neotrax Vet) |
ঔষধের গ্রুপ | কৃমিনাশক ঔষধ |
ঔষধের ধরন | সিরাপ/ওরাল সাসপেনশন ও ওয়াটার সলুবল পাওডার |
ব্যবহৃত প্রাণি | গরুর বাছুর, মহিষের বাছুর, ছাগলের বাচ্চা ও ভেড়ার বাচ্চা। |
মুল উপাদান ও পরিমান | সিরাপ- প্রতি মিলিতে আছে লিভামিসোল (levamisole) বিপি ১০ মিলিগ্রাম। পাওডার- প্রতিটি গ্রামে লেভামিসোল হাইড্রোক্লোরাইড বিপি 300 মিলিগ্রাম এবং সুক্রোজ বিপি 700 মিলিগ্রাম রয়েছে। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গোলকৃমি (roundworm in cattle), ফুসফুসের কৃমি, পাকস্থলীর কৃমি ইত্যাদির চিকিৎসায় নির্দেশিত। নিউট্রাক্স ভেট গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, শ্বসন এবং ডিক্টাকোক্লাস ভিভিপারাস, এসকারিডিয়া, হেটেরাকিস, ক্যাপিলিয়ারিয়া এসপি, সিঙ্গামাস শ্বাসনালী, অক্সিসপিরুরা মনসোনি ইত্যাদির মতো পরজীবী ও পোল্ট্রির চোখের কৃমির বিরুদ্ধে কার্যকর। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। সিরাপ- ১৫ মিলি/১০-২০ কেজি দৈহিক ওজনের জন্য। পাওডার- হাঁস-মুরগির দৈহিক ওজন হিসাবে 80 মিলিগ্রাম / কেজি দেওয়া উচিত বা নিম্নলিখিত হিসাবে প্রশাসক করা উচিত: 1 গ্রাম / প্রতি লিটার পানিতে অথবা Layer: 7, Pullet: 10, Chicks (4-6 weeks): 20 |
সতর্কতা | ঔষধ খাওয়ানোর পর পর্যাপ্ত পানি পান করাতে হবে। |
প্রতিনির্দেশনা | গর্ভাবস্থায় নিরাপদ। |
প্রত্যাহার কাল | মাংস- ২৮ দিন। দুধ- ১০ দিন। |
প্যাক সাইজ | সিরাপ- ৩০ মিলি বোতল। পাওডার- ১০০ গ্রাম স্যাচেট। |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |
আরো পড়ুন-
Neotrax vet লিকুইড সিরাপ বোতল খুলে ১৫ মিলি খাওয়ার পর। অবশিষ্টাংশ কতদিন যাবত মেয়াদ থাকে।
এবং ওই একই বছরকে এই অবশিষ্টাংশ আবারো কতদিন পর খাওয়াতে হবে।