দেশের ৯৯ টি সু-পরিচিত ফিড গুলো আমাদের জানা থাকা দরকার। কেননা ইদানিং ঘরে ঘরে ক্যাটল, পোলিট্র ও ফিস ফিড কোম্পাণি গড়ে উঠেছে। এতোগুলো ফিডের মধ্যে আমরা কোন ফিডটি খাওয়াবো সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। নছিমন, করিমন, আলু, কদু, সোনা, রুপা, হীরা বিভিন্ন নামে বিভিন্ন জেলা-উপজেলা এমনকি গ্রাম পর্যায়ের খামারিদের মধ্যে কেও কেও ফিড কোম্পাণি খুলে বসেছেন।
এক্ষেত্রে আমরা যারা বাজার থেকে ডেইরী, পোল্ট্রি ও ফিস ফিড কিনে থাকি তাদের জন্য একটিই করনীয় তাহলো দীর্ঘদিনের বিশ্বস্ত ফিড টি বেছে নেওয়া। এখানে আমি ৯৯ টি ফিডের নাম উল্লেখ করেছি। এটি আপনার গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে।
এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই- তালিকাটি আমার ব্যাক্তিগত বিবেচনা।

৯৯ টি সু-পরিচিত ফিডের নাম
- অমৃত ফিড
- আফতাব ফিড
- আলাল ফিড
- আমান ফিড
- আগাতা ফীড
- আর বি এগ্রো
- আর আর পি
- আদনান ফিড
- ইয়ন ফিড
- ইনডেক্স ফিড
- ইসলাম ফিড
- ইউনাইটেড (ফ্রেশ ফিড)
- ইউরো ফিড
- উইন ফিড
- উত্তরা ফুডস এন্ড্র ফিডস ( ভেন কিজ)
- এ সি আই ফিড
- এজি ( এ ১) ফিড
- এ আই টি ফিড
- এলিয়া ( এংকর ফিড)
- এ পি টি ফিড
- এ প্লাস ফিড
- এরিস্টোক্রেট ফিড
- এগ্রোটেক
- এম এম আগা ফিড
- এম এস এগ্রো
- এস জি এস ফিড
- এস এম এস
- এক্সেল ফিড
- এস কে পি এফ ফিড
- এনাম ফিড
- কৃষিপন্য ফিড
- কাজী ফিড
- কৃষিবিদ ফিড
- কোয়ালিটি
- কিয়াম এগো ফিড
- কেএনবি ফিড
- গাউসিয়া ফিড
- গ্রাম বাংলা ফিড
- গ্রামো ফিড
- গোপিন্দপুর এগ্রো ফিড
- গোল্ডেন ফিড
- গোধুলী ফিড
- জেসন ফিড
- টাটকা ফিড(আলিশা এগ্রো
- টয়ো ফিড
- ডক্টরস ফিড
- ডক্টর ফিড
- ঢাকা ফিড
- নিউ হোপ ফিড
- নীল সাগর ফিড
- ন্যাশনাল ফিড
- নারিশ ফিড
- নাহার ফিড
- প্যারাগন ফিড
- পিপলস ফিড
- পচা ফিড
- প্রভিটা ফিড
- পাওয়ার ফিড
- পি সি এফ
- প্রাইম এগ্রো,
- প্লানেট,
- পদ্মা ফিড,
- পারফেক এগ্রো
- ফ্রিডম ফিড
- ফিনিক্স ফিড
- বে এগ্রো ফিড,
- বাংলা ফিড
- বিশ্বাস ফিড
- বেলজিয়াম ফিড
- বেঙ্গল ফিড
- মনো ফিড
- মল্লিক ফিড
- মেগা ফীড
- মাস্টার এগ্রো ফিড
- মারস ফিড
- মিশাম এগ্রো
- মণ্ডল এগ্রো ফিড
- যশোর ফিড
- যমুনা ফিড
- রাফিদ ফিড
- রাজ কোয়ালিটি ফিড
- রংপুর পোল্ট্রি ফিড
- লায়ন( জাজিদ) ফিড
- লাকি ফিড
- শফিক ফিড
- শেষ্ট ফিড
- শাহ পরান ফিড
- শওকত ফিড
- সি টি ফিড
- সিপি ফিড
- সোদি বাংলা ফিড
- সলিড ফিড
- স্টার ফিড
- সদেশ ফিড
- সানি ফিডস
- সগুনা ফিডস
- সেবক ফিড
- সাতক্ষিরা ফিড
- হযরত শাহ সুলতান ফিড
বাংলাদেশের এনিমেল ফিড গুলোর মধ্যে সু-পরিচিত ৯৯ টি নাম উল্লেখ করতে চেয়েছি। এতে বেশকিছু নাম হয়তো বাদ পড়ে গেছে। সেসকল নামগুলো আশাকরি পাঠক গণ কমেন্টে উল্লেখ করবেন। ধন্যবাদ প্রীয় পাঠক।
ফিড মানে সুজালা ফিড,