টাইকোফন ভেট (Ticofon Vet) পাউডার। গবাদি পশুর শরীরের বাইরের যেসকল পরজীবী আছে সেগুলো ধ্বংস করতে ট্রাইক্লোরফন পাউডার ব্যবহার করা হয়। টাইকোফন ভেট পাউডার গবাদিপশু, পোল্ট্রি ও মাছের বহিঃপরজীবী ধ্বংসে কাজ করে।

টাইকোফন ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | টাইকোফন ভেট (Ticofon Vet) |
ঔষধের গ্রুপ | কৃমিনাশক ঔষধ |
ঔষধের ধরন | পাওডার |
ব্যবহৃত প্রাণি | গবাদি পশু যথা- গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল ইত্যাদি ও পোল্ট্রি তে। |
মুল উপাদান ও পরিমান | প্রতি গ্রাম পাওডারে রয়েছে ট্রাইক্লোরফন ইউএসপি ১ গ্রাম। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদি পশুর বহিঃ পরজীবী যেমন- উঁকুন, আঁটালী, মাইট ও ফ্লী সংক্রমন এবং হাম্পসোর (কাঁধের ঘা) রোগে নির্দেশিত। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। হাম্পসোর (কাঁধের ঘা)– ০.৫ লিটার হালকা গরম পানিতে ১০ গ্রাম পাওডার মিশিয়ে গরুর কাধের ঘা ধুতে হবে এবং ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। অথবা ১০ গ্রাম পাওডার ১০ গ্রাম পেট্রোলিয়াম জেলি বা ভেজলিনের সাথে মিশিয়ে দিনে ২ বার ৩-৫ দিন আক্রান্ত স্থানে লাগাতে হবে। বহিঃপরজীবী- উঁকুন, আঁটালী, মাইট এবং ফ্লী এর জন্য ২ গ্রাম টাইকোফন ভেট পাউডার ১ লিটার পানিতে মিশিয়ে ওয়াশ বা স্প্রে করতে হবে। অথবা ঔষধ মিশ্রিত সলুসন পরিস্কার কাপড় ভিজিয়ে আক্রান্ত শরীর মুছে দিতে হবে। |
সতর্কতা | গরু যাতে ঔষধ খেতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। |
প্রতিনির্দেশনা | ২১ দিন পর একই মাত্রায় পুনরায় প্রয়োগ করতে হবে। |
প্রত্যাহার কাল | ১ দিন। |
প্যাক সাইজ | ১০/১০ গ্রাম পাওডার/বক্স। |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |
আরো পড়ুন: এলটি-ভেট ডিএস বোলাস (LT-Vet DS)
মুল্য কত