জিওপেল- প্রাকৃতিক পিলেট জিওলাইট ১০০%। জিওপেল- প্রাকৃতিক পিলেট জিওলাইট এসকেএফ কোম্পাণির একটি পুকুর ম্যনেজমেন্ট ও মাছ চাষের প্রোডাক্ট। পুকুর ও অন্যান্য জলাসয়ের জলাশয়ের পানির গুণগত মান কৃদ্ধি করতে কার্যকর একটি প্রোডাক্ট। এটি ব্যবহারের ফলে পানির ক্ষতিকর গ্যাস দূর হয় এবং প্লাংকটন এর সুষম বৃদ্ধি নিশ্চিত করে।
জিওপেল- প্রাকৃতিক পিলেট জিওলাইট প্রোডাক্ট পরিচিতি
প্রোডাক্টের নাম | জিওপেল |
উপাদান | প্রাকৃতিক পিলেট জিওলাইট |
ফরমুলেশন | পিলেট |
ব্যবহার | জলাশয়ের ক্ষতিকর গ্যাস দূর করতে ও পানির গুণগত মান কৃদ্ধি করতে পুকুরের পানিতে, বায়োফ্লক ট্যাংক, ঘেরে, হাওড়-বাওড়ের পানিতে ব্যবহার করা যেতে পারে। |
সতর্কতা | ব্যবহারের পর প্যাকেটের মুখ বন্ধ রাখুন |
প্যাক সাইজ | ৫ কেজি ও ১০ কেজি |
বাজারজাতকারী | এসকেএফ ফার্মাসিটিক্যালস লিঃ (এনিমেল হেল্থ্য ডিভিশন) |
দাম (খুচরা মূল্য) | — টাকা |

জিওলাইটের মূল উপাদান
- সিলিকন ডাই অক্সাইড 65 থেকে 72 পার্সেন্ট
- অ্যালুমিনিয়াম অক্সাইড 10 থেকে 12 পার্সেন্ট
- ক্যালসিয়াম অক্সাইড 2.4 থেকে 3.7 পার্সেন্ট
- পটাশিয়াম অক্সাইড 2.3 থেকে 3.8 পার্সেল
- ফেরিক অক্সাইড 0.7 থেকে 1.9%
- ম্যাগনেসিয়াম অক্সাইড 0.9 থেকে 1.2 পার্সেন্ট
- সোডিয়াম অক্সাইড 0.1 থেকে 0.65 পারছেন
- ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড 0.0 থেকে 0.08 পার্সেন্ট
- ক্রোমিয়াম অক্সাইড শূন্য থেকে 0.01 পার্সেন্ট
- পেন্টা অক্সাইড শূন্য থেকে শূন্য দশমিক 03 পার্সেন্ট
কার্যকারীতা
- সর্বোচ্চ এক্সচেঞ্জ ক্যাপাচিটি সিইসি 210 mcq 100 গ্রাম এর জন্য দ্রুত কার্যকর।
- পুকুরের তলদেশে ক্ষতিকর গ্যাস ও দুর্গন্ধ দূর করে।
- পানি ও মাটির পিএইচ এর ভারসাম্য রক্ষা করে।
- পানির দূর করে এবং সুষম বৃদ্ধি নিশ্চিত করে।
- মিনারেল সমৃদ্ধ হওয়ায় দ্রুত মাছ ও চিংড়ির দৈহিক বৃদ্ধি ঘটায়।
- মাছের ত্বক উজ্জ্বল করে।
- সাধারণ জিওলাইট এর তুলনায় অধিক কার্যকর এবং সাশ্রয়ী।
জিওপেল ব্যবহারের নিয়ম
প্রতি একর বা ১০০ শতাংশ জলাকার ও ৩-৬ ফুট পানির গভীরতার জলাশয়ের জন্য।
ক্ষেত্র | পরিমাণ গ্রাম/শতাংশ | প্রয়োগবিধি |
পুকুর প্রস্তুতিতে | ১৫০-২০০ | কর্দমাক্ত জলাশয় অথবা তলদেশের সর্বত্র ছিটিয়ে দিতে হবে। |
চাষকালীন সময়ে | ১০০-১৫০ | পুকুর বা জলাশয়ের উপরিভাগে সর্বত্র ছিটিয়ে দিতে হবে। |
বৃষ্টিপাতের পরে | ৮০-১২০ | পুকুর বা জলাশয়ের উপরিভাগে সর্বত্র ছিটিয়ে দিতে হবে। |
শেষ কথা
মাছ চাষে জিওপেল- প্রাকৃতিক পিলেট জিওলাইট এর রিভিউ পোস্টে এটায় বলবো এটি একটি বহুল ব্যবহৃত প্রকৃতিক জিওলাইট। এটি জিওলাইটের যে কাজ সেটা করে। পুকুরের পানির মান বৃদ্ধি করে, ক্ষতিকর গ্যাস, দূর্গন্ধ দূর হরে, মাছের উৎপাদন বৃদ্ধি করে।
আরো পড়ুন- ইউকা (yucca schidigera) কিভাবে অ্যামোনিয়ার মাত্রা কমাতে সাহায্য করে