জাইমোভেট পাওডার (ZYMOVET) একটি এপিটাইজার যা গবাদিপশুর রুচির পাওডার নামেও পরিচিত। গবাদিপশুর সাধারণ পেট ফাঁপা, বদহজম জনিত কারনে খাদ্য গ্রহনে অনিহা দেখা দিলে সেকোন এপিটাইজার তথা জাইমোভেট পাওডার খাওয়ালে গরু ছাগলের পেটের সমস্যা ভালো হয় ও রুচি ফিরে আসে।
জাইমোভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | জাইমোভেট পাওডার (ZYMOVET) |
মুল উপাদান ও পরিমান | এমোনিয়াম বাইকার্বোনেট বিপি- ৫ গ্রাম সোডিয়াম বাইকার্বোনেট বিপি- ১৩ গ্রাম নাক্সভোমিকা বিপি- ১৪ গ্রাম জিনজার পাউডার বিপি- ৩০০ মিলিগ্রাম জেনসিয়ান পাওডার বিপি- ৩০০ মিলিগ্রাম |
কোম্পাণির নাম | দি একমি ল্যাবরেটরিস লি: |
প্যাক সাইজ | ২০ গ্রাম স্যাচেট, ১০ টি স্যাচেটের একটি প্যাকেট। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গরু, মহিষ, ঘোড়া, ছাগল এবং ভেড়ার বদহজম, ক্ষুধা মন্দা, গ্যাস্ট্রাইটিস ইত্যাদির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। |
ডোজ বা প্রয়োগ মাত্রা | গরু, মহিষ ও ঘোড়া- ১০০ কেজি ওজনের জন্য ১-২ টি স্যাচেট বাছুর, ছাগল ও ভেড়া- ১৫-২৫ কেজি ওজনের জন্য একটি স্যাচেটের চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক পর্যন্ত। ১-২ লিটার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন। |
দাম (খুচরা মূল্য) | ১২ টাকা প্রতি স্যাচেট। |

জাইমোভেট পাওডার এর কাজ
- কোন কারনে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি রুমিন্যান্ট প্রাণির হজম ক্ষমতা কমে গেলে।
- গরুর পেটে গ্যাস জনিত কারণ।
- গবাদিপশুর পেটের পিএইচ এর মান বৃদ্ধি করে।
খাওয়ানোর নিয়ম
এই ধরনের ঔষধ একটু দূর্গন্ধ যুক্ত হয়। অনেক সময় খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করলে দেখা যায় গরু বা ছাগল খাদ্য ও ঔষধ সবই নষ্ট করে খাই না।
পাউডার সবসময় ১-২ লিটার পরিষ্কার খাবার পানির সাথে ভালোভাবে মিশিয়ে প্লাস্টিক বা কাচের বোতলে নিয়ে গরুর গলায় সাবধানতার সাথে আস্তে ঢেলে দিতে হবে। ঘেয়াল রাখতে হবে যেন গরুর শ্বাসনালীতে ঔষধ না যায়। শ্বাসনালতে ঔষধ ঢুকলে গরু মারা যেতে পারে।
আরো পড়ুন: সিপি ভেট (CP VET) লিকুইড
খুব ভালো একটি ঔষধ। আমার গরুর খামারে সবসময় থাকে। ধন্যবাদ।
useful Information. Thank you.
RUZYME এর উপর কিচ্ছু নাই।
আসসালামু ওয়ালাইকুম স্যার আমার ভেড়া ছাগল দিনদিন শুকিয়ে যাচ্ছে এখন আমি কি ঔষধ খাওয়াব
কলিজা কৃমির ইনজেকশন করুন। অন্যান্য পরজীবী মুক্ত করুন। লিভার টনিক খাওয়ান। রুমেনের কার্যকারিতা বাড়াতে প্রিবায়টিক ও প্রোবায়োটিক সাপ্লিমেন্ট খাওয়ান। সর্বোপরি সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করুন। এর পর দেখুন ছাগল বা ভেড়া কিভাবে বাড়তে থাকে। ধন্যবাদ।
আসসালামুআলাইকুম,আমার একটা ৩.৫ মাস বয়সের খরগোশ এর পেট ফাপা,খাওয়া দাওয়া অনিহা ও পস্রাব পায়খানা বন্ধ,পেটের এই সমস্যার জন্য কি জাইমোভেট ব্যবহার করা যাবে।
যাবে না। আপনি নিকটস্থ পাণিসম্পদ আফিসে যোগাযোগ করুন।
জাইমোভেট কি মুরগী কে খাওয়ানো যাবে
এটা কি প্রতিদিন খাওয়ানো যাবে?
আসসালামু আলাইকুম,
একটা পূর্ণবয়স্ক ছাগলকে প্রতি বছরে কি কি গ্রুপের এবং কতদিন পর পর কৃমির ঔষধ প্রয়োগ করা লাগবে প্লিজ প্লিজ প্লিজ
স্যার আপনি তথ্যটি দিয়ে একটু সহায়তা করুন আমাকে
গর্ভবতী ছাগলকে কী এটা খাওয়ানো যাবে?
সুস্থ অবস্থায় কি জাইমোভেট খাওয়ানো যায়?
যায়।
আমার ছাগলের পেট ফাপা ৪ দিন হতে। জাইমোভেট খাওয়াচ্ছি কিন্তু কমতেছেনা। এখন করনিয় কি?
পুরা প্যাকেট কি এক লিটার বা দু লিটার পানিতে মিশাতে হবে। নাকি অর্ধেক
আমার ১টি ছাগল খাস খায়না আজ ২ দিন আর মাঝে মাঝে খিচ দেয় এখন কি করনিয় আছে
স্যার আমার একটি গরুর বয়স 10মাস জাত শাহিওয়াল খাস খর ঠিকই খাচ্ছে কিন্তু কয়েক দিন যাবত ভূষি ওখুদের জাউ খাচ্ছে না পানি ওকম খাচ্ছে। স্যার দয়াকরে জানাবেন সমস্যা কি।
স্যার আমার একটি গরুর বয়স 10মাস জাত শাহিওয়াল খাস খর ঠিকই খাচ্ছে কিন্তু কয়েক দিন যাবত ভূষি ওখুদের জাউ খাচ্ছে না পানি ওকম খাচ্ছে। স্যার দয়াকরে জানাবেন সমস্যা কি।