জাইমোভেট পাওডার (ZYMOVET)

জাইমোভেট পাওডার (ZYMOVET)

জাইমোভেট পাওডার (ZYMOVET) একটি এপিটাইজার যা গবাদিপশুর রুচির পাওডার নামেও পরিচিত। গবাদিপশুর সাধারণ পেট ফাঁপা, বদহজম জনিত কারনে খাদ্য গ্রহনে অনিহা দেখা দিলে সেকোন এপিটাইজার তথা জাইমোভেট পাওডার খাওয়ালে গরু ছাগলের পেটের সমস্যা ভালো হয় ও রুচি ফিরে আসে।

জাইমোভেট ঔষধ পরিচিতি

ঔষধের নামজাইমোভেট পাওডার (ZYMOVET)
মুল উপাদান ও পরিমানএমোনিয়াম বাইকার্বোনেট বিপি- ৫ গ্রাম
সোডিয়াম বাইকার্বোনেট বিপি- ১৩ গ্রাম
নাক্সভোমিকা বিপি- ১৪ গ্রাম
জিনজার পাউডার বিপি- ৩০০ মিলিগ্রাম
জেনসিয়ান পাওডার বিপি- ৩০০ মিলিগ্রাম
কোম্পাণির নামদি একমি ল্যাবরেটরিস লি:
প্যাক সাইজ২০ গ্রাম স্যাচেট, ১০ টি স্যাচেটের একটি প্যাকেট।
কাজ বা ব্যবহার নির্দেশনাগরু, মহিষ, ঘোড়া, ছাগল এবং ভেড়ার বদহজম, ক্ষুধা মন্দা, গ্যাস্ট্রাইটিস ইত্যাদির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
ডোজ বা প্রয়োগ মাত্রাগরু, মহিষ ও ঘোড়া- ১০০ কেজি ওজনের জন্য ১-২ টি স্যাচেট
বাছুর, ছাগল ও ভেড়া- ১৫-২৫ কেজি ওজনের জন্য একটি স্যাচেটের চার ভাগের এক ভাগ থেকে অর্ধেক পর্যন্ত।
১-২ লিটার পানির সাথে মিশিয়ে ৩-৫ দিন।
দাম (খুচরা মূল্য)১২ টাকা প্রতি স্যাচেট।
ZYMOVET

জাইমোভেট পাওডার এর কাজ

  • কোন কারনে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি রুমিন্যান্ট প্রাণির হজম ক্ষমতা কমে গেলে।
  • গরুর পেটে গ্যাস জনিত কারণ।
  • গবাদিপশুর পেটের পিএইচ এর মান বৃদ্ধি করে।

খাওয়ানোর নিয়ম

এই ধরনের ঔষধ একটু দূর্গন্ধ যুক্ত হয়। অনেক সময় খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করলে দেখা যায় গরু বা ছাগল খাদ্য ও ঔষধ সবই নষ্ট করে খাই না।

পাউডার সবসময় ১-২ লিটার পরিষ্কার খাবার পানির সাথে ভালোভাবে মিশিয়ে প্লাস্টিক বা কাচের বোতলে নিয়ে গরুর গলায় সাবধানতার সাথে আস্তে ঢেলে দিতে হবে। ঘেয়াল রাখতে হবে যেন গরুর শ্বাসনালীতে ঔষধ না যায়। শ্বাসনালতে ঔষধ ঢুকলে গরু মারা যেতে পারে।

আরো পড়ুন: সিপি ভেট (CP VET) লিকুইড