গাভীর মিল্ক ফিভার বা দুগ্ধ জ্বর রোগঃ কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি। গাভীর মিল্ক ফিভার (milk fever) ক্যালসিয়ামের অভাবজনিত একটি নিরব ঘাতক রোগ। সাধারণত বেশী দুগ্ধ উৎপাদনশীল গাভী এ রোগে বেশি আক্রান্ত হয়। গাভীর বাচ্চা প্রসবের ৭২ ঘন্টা আগে বা পরে এ রোগ হয়। বিপাকীয় রোগ গুলোর মধ্যে এটি সবচেয়ে মারাত্বক। চিকিৎসায় দেরি হলে গাভীর প্রাণহানি হতে পারে।
গর্ভকালের বিভিন্ন পর্যায়ে সঠিক অনুপাতে ক্যালসিয়াম ও ফসফরাস সরবরাহ না করায় এবং রক্ত ও হাড়ের মাঝে ক্যালসিয়াম প্রবাহ বন্ধ হবার কারণে এ রোগ হয়। সাধারণত একাধীক বার বাচ্চা দেবার পর বয়ষ্ক গাভীর এ রোগ হয়।
গাভীর মিল্ক ফিভার রোগের কারণ
- রক্তে ক্যালসিয়াম কমে গেলে গাভীর মিল্ক ফিভার রোগ হতে পারে। সাধারণত ১০০ সিসি রক্তে ৯ মিলিগ্রামেরও বেশি পরিমান ক্যালসিয়াম থাকতে হয়। আনেক কারণে এই মাত্রা উল্যেখযোগ্য হারে কমে যেতে পারে, এমনকি তা ৩-৪ মিলিগ্রামে নেমে আসে। আর তখনই এই রোগের সৃষ্টি হয়।
- গাভীর দেহে বিভিন্ন খনিজের ঘাটতির ফলে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া ব্যহত হওয়ার জন্যও এ রোগ হতে পারে।
- প্রসবের পর পালান একবারে খালি করে দুধ দোহন করা হলেও মিল্ক ঢিভার রোগ হতে পারে।
- গাভী গর্ভকালীন নিজের রক্ত থেকে ক্যালসিয়াম বাচ্চার (ফিটাসের) দেহে পাঠায়। প্রায় প্রতি ঘন্টায় ০.২৫ গ্রাম বা প্রতিদিন ১০ গ্রাম এবং প্রসবের ২৪ ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় ১ গ্রাম বা সারাদিনে সর্বোচ্চ ৩ গ্রাম ক্যালসিয়াম প্রসবকালীন দুধে বের হয়।
এসকল কারণেই গর্ভকালীন এবং প্রসবোত্তর উপযুক্ত পরিমাণে ক্যালসিয়ামের সরবরাহ না থাকলেই এ রোগ বেশি হয়।

গাভীর মিল্ক ফিভার রোগের লক্ষণ
এ রোগের নামে জ্বর থাকলেও আসলে পশুর জ্বর হয় না। দুগ্ধজ্বরে আক্রান্ত গাভীর উপসর্গগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
প্রথম পর্যায়
- মৃদু উত্তেজনা ও অনৈচ্ছিক পেশির খিঁচুনি দেখা দেয়।
- স্নায়ুবিক দুর্বলতা, অতিসংবেদনশীলতা, ক্ষুধামান্দ্য ও দুর্বলতা।
- হৃদগতি বৃদ্ধি পায় এবং দেহের তাপমাত্রা সামান্য কিছু বৃদ্ধি পায।
- এ পর্যায়ে রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসে।
দ্বিতীয় পর্যায়
- গাভী মাটিতে শুয়ে পড়ে এবং আর উঠে দাঁড়াতে পারে না।
- আংশিক পক্ষাঘাত ও অবসাদ প্রকাশ পায় এবং রক্তে ক্যালসিয়াম অধিক মাত্রায় হ্রাস পায়।
- গাভীর দেহের প্রান্ত বিশেষ করে কান ও নাক ঠান্ডা থাকে এবং দেহের তাপমাত্রা ৯৬-১০০ ডিগ্রী ফারেনহাইট হয়ে থাকে।

তৃতীয় পর্যায়
- প্রাণি অবসাদগ্রস্ত থাকে, দেহের এক পাশে মাথা গুঁজে শুয়ে থাকে। এই বিশেষ ভঙ্গি দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার রোগের বিশেষ বৈশিষ্ট্য।
- গবাদি পশুর পেট ফেঁপে যায়।
- চিকিৎসা বিহীন গাভীর মৃত্যু ঘটে।
- রক্তে ক্যালসিয়ামের পরিমান সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
- প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসবের সময় মিল্ক ফিভার বা দুধ জ্বর হলে প্রসব আরম্ভ হয়ে বন্ধ হয়ে যায়।
গাভীর মিল্ক ফিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসা
গাভীর মিল্ক ফিভার বা দুগ্ধ জ্বর প্রতিরোধে গাভীকে নিয়মিত ক্যালসিয়াম সাপ্নিমেন্ট খাওয়াতে হব। গাভীর দানাদার খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি থাকে তার ব্যবস্থা করতে হবে। খাদ্যে ডিসিপি প্লাস / ডিসিপি গোল্ড মেশানো যেতে পারে।
- গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত ক্যালসিযাম সাসপেনশন ওরালি খাওয়াতে হবে।
- প্রসবের পর ম্যাজিকাল ওবি ভেট সাসপেনশন খাওয়াতে হবে।
- চিকিৎসায শিরার মাধ্যমে ম্যাজিকাল ২৮ ইনজেকশন প্রয়োগ করতে হবে।
আরো পড়ুন: লাম্পি স্কিন ডিজিজঃ চিকিৎসা, ঔষধ ও ভ্যাকসিন