গরু ছাগলের প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগ

গরু

গরু ছাগলের প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগ। ছাগলের প্রসাব আটকে গেছে এটা খুবই পরিচিত ঘটনা। বাংলাদেশ প্রাণিসম্পদ কর্মকর্তার মতে বছরে ৫ লাখ গবাদিপশু প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগে আক্রান্ত হয়ে পশু হাসপাতালে আসে। এই রোগের সহজ সমাধান না থাকায় এর অধিকাংশই মারা যায়। মুত্রনালীতে পাথর, কিডনিতে পাতর, শরীর কষা প্রভৃতি নামে এ রোগ পরিচিত।

প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগের লক্ষণ

প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগে আক্রান্ত গরু, ছাগল বা ভেড়া তিন থেকে পাঁচ দিন বা তারও বেশি সময় প্রস্রাব করতে পারে না। প্রচণ্ড ব্যথা ও যালা যন্ত্রণা অনুভব করে। মূত্রথলিতে প্রস্রাব জমে থাকায় পেট ফুলে যায়। একপর্যায়ে মূত্রথলি ফেটে প্রাণীটির মৃত্যু হয়। চিকিৎসায় অল্প সংখ্যক ছাগল গরু কিছুদিনের জন্য এই রোগ থেকে নিরাময় হলেও পুনরায় মূত্রনালিতে পাথর জমতে দেখা যায়।

প্রাথমিক ক্লিনিকাল লক্ষণগুলির মধ্যে রয়েছে-

  1. প্রসাবে রক্ত
  2. প্রস্রাব করা স্ট্রেইন
  3. প্রস্রাব উত্পাদন হ্রাস
  4. বেদনাদায়ক প্রস্রাব
  5. দীর্ঘক্ষণ ধরে প্রস্রাব করা
  6. প্রস্রাব ড্রিবলিং
  7. লেজ পতাকাঙ্কিত করা
  8. পেটে ব্যথা (চারটি অঙ্গ প্রসারিত করা, পেটে লাথি মেরে, পাশের দিকে তাকানো)
গরু ছাগলের প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগ

দেরীতে ক্লিনিকাল লক্ষণগুলির মধ্যে রয়েছে-

  1. ক্ষুধামান্দ্য
  2. অলসতা
  3. পেটের ফোলাভাব
  4. প্রিপুসের চারপাশে ফোলা
  5. প্রাণীটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পাশে কাত হয়ে শুয়ে পড়ে এবং উঠতে পারে না। অবশেষে হঠাৎ মারা যায়।

কোন কোন গবাদিপশুতে এরোগ দেখা যায়?

প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগ সাধারণত স্মল রুনেন্টস যথা ছাগল, ভেড়া, বাছুর, শুকর ইত্যাদি প্রানীতে বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত গরুর বাছুর এবং ছাগলের মৃত্যুর হার শতভাগ। পরিণত বয়সের ছাগল ও গরুর সাধারণত এ রোগ হয় না। ছয় থেকে আট মাস বয়সী খাসি ছাগলের এই রোগ বেশি হযতে দেখা যায়।

গরু ছাগলের প্রসাব আটকে যাওয়া

কেন হয়?

গরু-ছাগলের প্রসাব আটকে যাওয়া বা মুত্রনালীতে পাথর হওয়ার কারণ হলো খাদ্য ব্যবস্থাপনায় পুষ্টিগত ত্রুটি হওয়া। ছাগল, ভেড়া ও বাছুরকে সবসময় বিভিন্ন প্রকার খাদ্য সশ্য যেমন ধান, চাল, গম, ভুট্টা, ছোলা, খেসারী ইত্যাদি খাওয়ালে এবং আঁশ জাতীয় খাদ্য যেমন খড়, ঘাস ইত্যাদি কম খাওয়ালে এ রোগ হওয়ার ঝুকি বৃদ্ধি পায়।

খাদ্যে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বেশি থাকলে মুত্রনালীতে পাথর হতে পারে। কিম বয়োসী গবাদিপশুর খাদ্যে বেশি পরিমানে পসফরাস থাকলে তা প্রসাবের ফসফরাস লেভেলকে বাড়িয়ে দেয়। এই ফসফরাস ছাগলের আকাবাকা এবং দীর্ঘ মুত্রনালী হতে সম্পূর্ণ অপসারিত হতে পারে না এর ফলে পাথর তৈরী হয়।

মূত্রনালীর পাথর বা ক্যালকুলি সাধারণত খাসি ছাগলদের বেশি প্রতিফলিত হয়। যদিও কয়েকটি ক্ষেত্রে পাঠি ছাগলেও এই পাথর থাকতে পারে কিন্তু এটা মধ্যে বিরল। খাসি ছাগলের দীর্ঘ মূত্রনালী রয়েছে যা এই অবস্থার জন্য কারণ। কিন্তু মহিলা ছাগলের মূত্রনালী সোজা এবং ছোট।

আরো পড়ুন: গরুর মুখের রুচি বৃদ্ধির ঔষধ ও রুচি কমে যাওয়ার কারণ

8 thoughts on “গরু ছাগলের প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগ”

  1. ছাগলের বাচ্চার বয়স ১ মাস ২ দিন সম্ভবত ।।। ইউরোথিলিয়াসিস হইছে মনে হচ্ছে।।। কি করব।।। একটু তাড়াতাড়ি উত্তর দেন।।

  2. ছাগলের প্রসাব আটকে যাওয়া বা ইউরোথিলিয়াসিস রোগে ঔষধ দিয়ে সমাধান করার নজির খুবই কম। সার্জিক্যালি সমাধান করা হয় যেটা একজন ভেটেরীনারি ডাক্তারের মাধমে কখনো কখনো সম্ভব হয়। এছাড়াও স্টেজ ও ধরন অনুযায়ী কোন কোন প্র্যাকটিশনার এর সমাধান করতে পারে। কখনো কখনো হমিওপ্যাথিক চিকিৎসায় ভলো ফলাফল পাওয়া যেতে দেখা যায়।
    সুভ সরকার এর প্রশ্নে বলতে চাই, এ সমস্যায় বাচ্চাকে মুখে খাওয়া স্যালাইন খেতে দিন এবং দ্রুত প্রাণিসম্পদ অফিস তথা পশু হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ডাক্তার বাচ্চাটির শরীরের তাপমাত্রা ও কন্ডিশন দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে আপনার আমার আনুমান ভিত্তিক পরামর্শ প্রাণিটির মৃত্যু ডেকে আনবে।
    আপনাকে প্রশ্ন করার জন্য আন্তরিক ধন্যাবাদ।

  3. আমার খাসি রামছাগলের বয়স চার মাস,প্রস্রাব আটকে গিয়ে প্রস্রাবের রাস্তাদিয়ে রক্ত পরছে, কি ঔষধ খাওয়াবো

  4. ছাগলের প্রশাব আটকে গেলে কি করবো। যদি কাছা কাছি কোনো সেন্টার নেই। তাহলেই কি করবো

  5. curduas mery(কারডুয়াস মেরি) ২০০ এক্স।
    দুই টেবিল পানির সাথে ছয় ফোটা দিনে ২ বার। দুপুরে drop. Lumix ( SKF)
    2 ml পর পর পনেরো দিন খাওয়ান। এবং প্রথম দিকে সিরিন্জের সাহায্যে টেনে প্রস্রাব বের করুন।

  6. টিক আছে , curduas mery(কারডুয়াস মেরি) ২০০ এক্স।
    দুই টেবিল পানির সাথে ছয় ফোটা দিনে ২ বার। দুপুরে drop. Lumix ( SKF)
    2 ml পর পর পনেরো দিন খাওয়ান। এবং প্রথম দিকে সিরিন্জের সাহায্যে টেনে প্রস্রাব বের করুন।

  7. আমাদের ১টা বাছুরের খাওয়া জাবরকাটা সব ঠিক আছে। কিন্তু পেসাবের রাস্তার শেষে এসে প্রসাব আটকে আছে আর এখানে একটু খুব হালকা প্রেস করলেই প্রসাব বের হয়। প্রেস বন্ধ করলেই প্রসাব বন্ধ হয়। বাছুরের বয়স ২ থেকে আড়াই মাস বয়স ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *