গরুর চোয়াল ফোলা রোগ (Actinomycosis in cattle)

গরুর চোয়াল ফোলা রোগ (Actinomycosis in cattle)

গরুর চোয়াল ফোলা রোগ (Actinomycosis)। চোয়াল ফোলা বা (Lumpy Jaw) গবাদিপশুর একটি মারাত্বক রোগ। সাধারণত মুখের ঘা এর মাধ্যমে রোগজীবাণু সংক্রমিত হয়। যদি মুখের মধ্যে কোন আঘাত লাগে অথবা মুখের মিউকাস ঝিল্লীর কোন ক্ষতি হয় তাহলে ক্ষতের মধ্য দিয়ে জীবাণু দেহে সংক্রমিত হয়।

রোগ পরিচিতি

রোগের নামচোয়াল ফোলা রোগ
(Lumpy Jaw)
রোগের ধরণব্যাকটেরিয়া ঘটিত
জীবাণুর নামঅ্যাকটিনোমাইসিস বোভিস (Actinomycosis bovis) নামক গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া
সংক্রমণগরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি
মৃত্যুর হারকম
সংক্রমণের বয়সসকল বয়সে
চিকিৎসাচিকিৎসায় প্রাণি সুস্থ্য হয়।
গরুর চোয়াল ফোলা রোগ
অ্যাকটিনোমাইসিস বোভিস (Actinomycosis bovis)

গরুর চোয়াল ফোলা রোগের কারণ

অ্যাকটিনোমাইসিস বোভিস (Actinomycosis bovis) নামক গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংঘটিত হয়।

গরুর চোয়াল ফোলা রোগের লক্ষণ

  1. এ রোগে চোয়ালের হাড়সমূহ ফুলে যায় বলে একে ‘লাম্পি জো’ ডিজিস বলা হয়।
  2. ফোলাস্থানে পুঁজযুক্ত গ্রানুলোম্যাটাস ক্ষত পরিলক্ষিত হয়। এই ক্ষত বড় হলে হাড় ও মুখ বাঁকা হয়ে যায়।
  3. অনেক সময় ক্ষত ফেটে হলুদ বর্ণের পুঁজ বের হয়।
  4. আক্রান্ত গরুতে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়।
  5. গরুর চোয়ালে প্রচন্ড ব্যথা থাকায় গবাদিপশু খাবার খাওয়া ও জাবর কাটা বন্ধ করে দেয়।
গরুর চোয়াল ফোলা রোগ

রোগ প্রতিরোধ ও চিকিৎসা

  • আক্রান্ত প্রাণিকে শুকনো পরিষ্কার স্থানে রাখতে হবে এবং ক্ষত স্থান জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
  • ব্যাথানাশক ঔষধ মিলাক্সিকাম গ্রুপের ঔষধ অথবা টাফনিল ভেট প্রয়োগ করতে হবে।
  • গরুর চোয়াল ফোলা রোগ এর চিকিৎসায় গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এন্টিবায়টিক প্রয়োগ করতে হবে।

আরো পড়ুন: গাভীর মিল্ক ফিভার বা দুগ্ধ জ্বর রোগঃ কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *