খাসি ছাগলের খাদ্য তালিকা তৈরি ও ব্যবস্থাপণার শুরুতেই বলে নেওয়া প্রয়োজন যে, এর খাবার ব্যবস্থাপনা কম বেশি নির্ভর করবে তার বর্তমান স্বাস্থ্যের উপর, আশেপাশে যেসকল খাদ্য উপকরন পাওয়া যায় তার উপর ভিত্তি করে এবং খাসির জাতের উপর। খাসি ছাগলের খাদ্য তালিকা তৈরি ও ব্যবস্থাপণা সম্পর্কে এই লেখাটি কোন থিওরিটিক্যাল লেখা নই। প্রয়োগ করে সুফল পেয়েছি তার উপর ভিত্তি করে লিখছি।
প্রথমেই বাচ্চা জন্মানোর পর থেকে খাসি বিক্রয় করা পর্যন্ত কোন কোন বয়সে কতটুকু খাবার প্রয়োজন তার একটা ধারণা দেওয়া প্রয়োজন। তারপর জানাব দানাদার খাদ্য তৈরির ফরমুলা।
খাসি ছাগলের বাচ্চার খাদ্য ব্যবস্থাপণা
খাসি জন্মলাভের পর থেকে পরববর্তী তিন মাস পর্যন্ত খাদ্য ব্যবস্থাপনা সঠিক ও গুরুত্বের সাথে করা উচিত। কেননা এই সময় থেকেই খাসি কে সঠিক খাদ্যাভাসে আনতে হবে।
- ১ থেকে ৩ দিন মায়ের শাল দুধ দিতে হবে পরিমান ৩৫০ মিলি দিনে ৩ বার
- ৪ দিন থেকে ১৪ দিন মায়ের দুধ অথবা মিল্ক রিপ্লেসার ৩৫০মিলি দিনে ৩ বার
- ১৫ থেকে ৩০ দিন সমপরিমান দুধের সাথে ক্রিপ ফিড এবং গাছের পাতা ( কাটার একদিন পর যাতে একটু শুকনা হয় ) সামান্য পরিমান
- ৩১ দিন থেকে ৬০ দিন ৪০০ মিলি দুধ ২ বার সাথে ১০০ থেকে ১৫০ গ্রাম ক্রিপ ফিড সাথে পর্যাপ্ত একদিনের শুকনা ঘাস ৫০% ও পাতা ৫০%
- ৬১ থেকে ৯০ দিন ২০০ মিলি দুধ ২ বার সাথে ২০০ থেকে ৩৫০ গ্রাম ক্রিপ ফিড সাথে পর্যাপ্ত একদিনের শুকনা ঘাস ৫০% ও পাতা ৫০%

বাচ্চা ছাগলের ক্রিপ ফিড তৈরির ফরমুলেশন
- ভুট্টা ভাঙা -৩০%
- গমের ভুষি -২০%
- সয়াবিন খৈল -৪০%
- চিটাগুড় -৪%
- লবন -১%
- চুনাপাথর -৩%
- চিলেটেড মিনারেল মিক্স -২%
খাসি ছাগলের খাদ্য তালিকা
খাসি ছাগলের খাদ্য তালিকা তৈরি করে সে অনুযায়ী খাদ্য তৈরি করতে হবে। এরপর ৯০ দিনের পর থেকে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ গ্রাম দানাদার (নির্ভর করে সাইজও জাতের উপর)। সাথে ঘাস ৫০% এবং লিগুম বা পাতা ৫০% পর্যাপ্ত পরিমান ( ঘাস ও লিগুম এ প্রচুর ক্যালসিয়াম আছে যা ক্যালসিয়াম ও ফসফরাস অনুপাত ঠিক রাখবে )

খাসি ছাগলের খাদ্য তৈরির ফরমুলেশন
- ভুট্টা ভাঙা ৪৭%
- সয়াবিন খৈল ৩০%
- চিটা গুড় ৭%
- গমের ভুষি ১০%
- লবন ১%
- চুনাপাথর ৩%
- চিলেটেড মিনারেল মিক্স ২%
এটি একটি নমুনা মাত্র। আপনারা চাইলে এভাবে নানান ধরনের খাদ্য উপাদান মিশিয়েও দানাদার খাদ্য তৈরি করতে পারেন। তবে খাবারের গুণগত মানের দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।
খাসি ছাগলের খাদ্য ও পুষ্টিগুণ
খাসি ছাগলের খাদ্য তৈরি তে নিম্নোক্ত পুষ্টিগুণ যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে
- প্রোটিন- ১৬-১৮%
- ফ্যাট- ৪-৫%
- ফাইবার- ৫%
- মেটাবলিক এনারর্জি- ২৮০০-৩০০০ কিলো-ক্যালোরি/কেজি
আরো পড়ুন- ছাগল খামারের প্রাথমিক পরিকল্পনা