কবুতরের দামের তালিকা ২০২১

কবুতরের দামের তালিকা

কবুতরের দামের তালিকা। কবুতরের দাম নির্ভর করে কবুতরের জাত, বৈশিষ্ট্য, কালার, বয়স ইত্যাদির উপর। এছাড়াও স্থান ভেদে পোষা কবুতরের দামের পার্থক্য হয়ে থাকে। কবুতরের প্রচলিত দামের একটি তালিকা নিম্নে দেওয়া হলো-

কবুতরের দামের তালিকা

২০২১ সালে বাংলাদেশের বিভিন্ন কবুতরের হাটের গড় বাজার দাম নিম্নরূপ।

  1. নরলাম সিরাজী- যেকোন কালার জোরা রানিং ২৫০০ – ৩০০০ টাকা, বেবী ১২০০ – ১৫০০ টাকা
  2. লাহোরি সিরাজী- যেকোন কালার জোরা রানিং ৩৫০০ – ৫০০০ টাকা, বেবী ২০০০ – ৩০০০ টাকা
  3. চীলা লাল- জোরা রানিং ২৫০০ – ৬৫০০ টাকা, বেবী ১৫০০ – ২০০০ টাকা
  4. চীলা কমলা- জোরা রানিং ৪৫০০ – ৭০০০ টাকা, বেবী ২৫০০ – ৩০০০ টাকা
  5. বিউটি হোমা- যেকোন কালার জোরা রানিং ২৫০০ – ৩০০০ টাকা,
  6. বেবী ১৬০০ – ১৮০০ টাকা
  7. মুকী- হলুদ ও সিলভার কালার জোরা রানিং ৩৫০০ – ৪৫০০ টাকা, বেবী ১৫০০ – ২০০০ টাকা
  8. মুকী- চকলেট ও কালো কালার জোরা রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১০০০ – ১৫০০ টাকা
  9. সটফেস- যেকোন কালার জোরা রানিং ৪৫০০ – ৫৫০০ টাকা,
  10. বেবী ১৭০০ – ২০০০ টাকা
  11. কিং- যেকোন কালার জোরা রানিং ৩৫০০ – ৫০০০ টাকা, বেবী ১৫০০ – ২০০০ টাকা
  12. করমোনা- যেকোন কালার জোরা রানিং ২২০০ – ২৫০০ টাকা, বেবী ১২০০ – ১৭০০ টাকা
  13. লোটন ভারতীয় — জোরা রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১২০০ – ১৫০০ টাকা
  14. ভারতীয় কালদম — যেকোন কালার রানিং/বেবী ২৫০০ – ৩৫০০ টাকা
  15. মাসছি হোমা — যেকোন কালার রানিং ১৮০০ – ২০০০ টাকা, বেবী ১০০০ – ১২০০ টাকা
  16. রেড চেকার — যেকোন কালার রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১২০০ – ১৫০০ টাকা
  17. নান- যেকোন কালার রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১০০০ – ১৫০০ টাকা
  18. পোটার বল কবুতর — যেকোন কালার রানিং ৩৫০০ – ৪৫০০ টাকা, বেবী ২০০০ টাকা
  19. চুইঠাল মুসলদম — ’’ রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১৫০০ টাকা
  20. চুইনা চুইঠাল — ’’ রানিং ২০০০ টাকা, বেবী ১৫০০ টাকা
  21. কাজী চুইঠাল — ’’ রানিং ২০০০ টাকা, বেবী ৬০০-৮০০ টাকা
  22. চুইঠাল বাঘা — ’’ রানিং ২৫০০-৩০০০ টাকা, বেবী ১৫০০-১৭০০ টাকা
  23. পাংখী ফেট — ’’ রানিং ৩৫০০ – ৪৫০০ টাকা, বেবী ২০০০ – ২৫০০ টাকা
  24. শীলড- যেকোন কালার ’’ রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী ১৫০০ টাকা
  25. বোমভাই যেকোন কালার ’’ রানিং ২০০০ – ২৫০০ টাকা, বেবী
  26. ১২০০ টাকা
  27. বুদাপেসট- যেকোন কালার ’’ রানিং ৩৫০০ – ৫০০০ টাকা, বেবী ২০০০ – ২৫০০ টাকা
  28. চুইঠাল বা নাইরা ঝাক — ’’ রানিং ২২০০ টাকা, বেবী ১৫০০ – ১৬০০ টাকা
  29. লংফেস যেকোন কালার ’’ রানিং ১২,০০০ – ১৫,০০০ টাকা, বেবী ৫০০০ – ৭০০০ টাকা
  30. গোলা কবুতর- যেকোন কালার ’’ রানিং ৪৫০ – ৬০০ টাকা, বেবী ২৫০ – ৩০০ টাকা
  31. গিরিবাজ- যেকোন কালার ‘’ রানিং ৬০০ – ৭০০ টাকা, বেবী ৩০০ – ৪০০ টাকা
  32. সাটিং- যেকোন জাত ’’ রানিং ২৫০০ – ৩৫০০ টাকা, বেবী ৮০০ – ১৫০০ টাকা
  33. আউল- যেকোন জাত ’’ রানিং ২৫০০ – ৩৫০০ টাকা, বেবী ১০০০ – ১৫০০ টাকা
কবুতরের দামের তালিকা
চিত্র- হাটে বিভিন্ন জাতের কবুতর বিক্রি হচ্ছে।

কবৃুতরের হাটের তালিকা

কবুতরের হাট ও স্থান ভেদে কবুতরের দামের কিছুটা পার্থক্য থাকে। ভালো জাতের কবুতর সংগ্রহ করতে অনেক সময় দূর দূরান্তের নামকরা বা জনপ্রীয় হাটে যাওয়ার প্রয়োজন পড়ে। নিচে একটি কবুতরের হাটের তালিকা প্রদান করা হলো।

  1. কাপ্তানবাজার কবুতরের হাট মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান ২ নম্বর গেইট এলাকায় এই বাজারের অবস্থান। গুলিস্তান, ঢাকা। প্রতি শুক্রবার সকাল ৮.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত।
  2. টঙ্গি কবুতরের হাট গাজীপুর, ঢাকা। প্রতি রবিবার সকাল ৮.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত।
  3. মিরপুর কবুতরের হাট মিরপুর ১ প্রতি শুক্রবার সকাল ৮.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত।

আপনি কবুতর পালনে নতুন হলে অবশ্যই পরিচিত ব্যাক্তিদের কাছে থেকে কবুতর সংগ্রহ করতে হবে। কেননা হাটে বিক্রি হওয়া অধিকাংশ কবুতরের কোন না কোন সমস্যা থাকে। বয়ষ্ক কবুতর ভালো পোষ মানে না। অনেক সময় হারিয়ে বা আগের ঠিকানায় চলে যায়।

সখের বশে কবুতর পালন কারিদেরও ক্রয়ের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কবুতরের জাতগুলো চিনতে হবে। তাদের খাদ্য ব্যবস্থাপনা ও পালন পদ্ধতি ভালোভাবে শিখতে হবে। তবেই আপনি দীর্ঘদিন আপনার বাসায় বা বারান্দায় কবুতর পালন করতে পারবেন।

যারা কবুতরের দাম সম্পর্কে ধারনা নিতে চান আশাকরি তাদের জন্য লেখাটি হেল্পফুল হবে। লেখার নিচে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। লেখাটি নিচের বাটনে ক্লিক করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন। ধন্যবাদ।

আরো পড়ুন- গিরিবাজ কবুতর চেনার উপায় ও জাত পরিচিতি

5 thoughts on “কবুতরের দামের তালিকা ২০২১”

  1. বিউটি কবুতর আমাকে কি দিতে পারবেন ২/৩ হাজারে আমার লাগবে ২০ জোরা অরজিনাল বিউটি হতে হবে

  2. জাহান আরা

    সাধারন কবুতর বা বাংলা কবুতর যেগুলো সেগুলোর দাম কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *