এ-মেকটিন ভেট পোর-অন (A Mectin Vet Pour-On)। একমি কোম্পাণির আইভারমেকটিন গ্রুপের ড্রপ এটি। গবাদি পশু ও পোল্ট্রির শরীরের বহিঃ পরজীবী যথা- উকুন, আঠালী, মাইট ইত্যাদি ধ্বংস ও প্রতিরোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। গরু বা ছাগলের বিভিন্ন ধরণের স্কিন ডিজিসের চিকিৎসায় সহযোগী চিকিৎসা হিসাবে এ-মেকটিন ভেট পোর-অন ড্রপ শরীরের বাহিরের অংশে ব্যবহার করা হয়।

এ-মেকটিন ভেট পোর-অন ঔষধ পরিচিতি
ঔষধের নাম | এ-মেকটিন ভেট পোর-অন (A Mectin Vet Pour-On) |
ঔষধের গ্রুপ | কৃমিনাশক ঔষধ |
ঔষধের ধরন | লিকুইড ড্রপ |
মুল উপাদান ও পরিমান | প্রতি মিলিতে আছে আইভারমেকটিন (ivermectin) বিপি ৫ মি.গ্রা. |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদি পশুর বহিঃ পরজীবী যেমন- মাছি, উঁকুন, আঠালী, মাইট ইত্যাদির সংক্রমণ ও প্রতিরোধের চিকিৎসায়। এটি গর্ভাবস্থায় নিরাপদ ঔষধ। শুধুমাত্র বাহ্যিক ব্যবহার্য। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | গবাদি পশু- ১ মি.লি. (৫০ ফোটা)/১০ কেজি দৈহিক ওজনের জন্য। গরু, বাছুর বা ছাগলের ঘার হতে লেজ পর্যন্ত ঢেলে দিতে হবে। পোল্ট্রী- 5 টি ফোঁটা / কেজি শরীরের ওজন প্রয়োগ করুন টপিক্যালি এবং একবারের পরে একই ডোজ 14 দিনে। |
প্রত্যাহার কাল | ১৫ দিন। |
প্যাক সাইজ | ১৫ মি.লি প্লাস্টিক ড্রপার বোতল। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) | এ মেকটিন ভেট পোর-অন দাম / টাকা |
আইভারমেকটিন (এ-মেকটিন ভেট পোর-অন) সাধারণত পরজীবীর স্নায়ু ও মাংসপেশীকে আক্রমন করে এবং প্যারলাইজড হয়ে মারা যায়। এটি কিছু পরজীবীর প্রজনন ক্ষমতা নস্ট করে দেয়। এতে পরজীবী বংশবিস্তার করতে পারে না। এতে ১৪ দিনে সকল পরজীবী মারা যায়। ১৪ দিনে দ্বিতীয় ডোজ প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়।
কবুতর পালন খামারে কবুতরে শরীরে অনেক ধরণের বহিঃ পরজীবী দেখতে পাওয়া যায়। এছাড়াও দেশী মুরগির পাখনা ও পালকের ভিতর যে মাছি ও আঠালী দেখতে পাওয়া যায় তা দুর করতে এই ঔষধ কার্যকরী। প্রতি কেজি ওজনের মুরগি ও কবুতরের জন্য এই ড্রপ ৫ ফোটা এবং ১৪ দিনে আবার একই মাত্রায় ব্যবহার করতে হবে। এতে দেশি মুরগি ও কবুতর উকুন, আঠালী থেকে মুক্ত হবে।
এই পরজীবী নাশক ড্রপ গর্ভাবস্থায় নিরাপদ। গবাদি পশু ও হাঁস-মুরগির উকুননাশক, আঠালীনাশক ড্রপ।