এ মেকটিন প্লাস ভেট (A Mectin Plus Vet)। গবাদি পশুর কৃমিনাশক হিসাবে প্রচুর ব্যবহৃত হয়। এ মেকটিন প্লাস পাকস্থলী, অন্ত্রনালী ও ফুসফুসের কৃমিতে কাজ করে। পাশাপাশী বাহ্যিক পরজীবীতেও কাজ করে। তবে শুধু কলিজা কৃমির ক্ষেত্রে নাইট্রক্সিনিল গ্রুপের ইনজেকশন ব্যবহার করা উত্তম।

এ মেকটিন প্লাস ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | এ মেকটিন প্লাস ভেট (A Mectin Plus Vet) |
ঔষধের গ্রুপ | কৃমিনাশক ঔষধ |
ঔষধের ধরন | ইনজেকশন |
মুল উপাদান ও পরিমান | প্রতি মিলিতে আছে আইভারমেকটিন (ivermectin) বিপি ১০ মি.গ্রা. ও ক্লোরসুলন ইউএসপি ১০০ মি.গ্রা.। |
কাজ বা ব্যবহার নির্দেশনা | গবাদি পশুর বহিঃ পরজীবী যেমন- মাছি, উঁকুন, আঠালী, মাইট ইত্যাদির সংক্রমণ ও প্রতিরোধের চিকিৎসায়। গবাদি পশুর পাকস্থলীর ও অন্ত্রনালীর গোলকৃমি, ফুসফুস কৃমি, যকুত কৃমি বা লিভার কৃমি ইত্যাদির সংক্রমন চিকিৎসায় ও নিয়ন্ত্রনে ব্যবহার নির্দেশিত। এটি গর্ভাবস্থায় নিরাপদ ঔষধ। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | গবাদি পশুর চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করতে হয়। প্রতি ৫০ কেজি দৈহিক ওজনের জন্য ১ মি.লি. এ মেকটিন প্লাস ভেট ইনজেকশন চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। |
প্রত্যাহার কাল | মাংসে ২৮ দিন। |
প্যাক সাইজ | ৫ মি.লি. ও ৩০ মিলি ভায়াল। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) | ৫ মি.লি. ভায়াল দাম- ৩০ মি.লি. ভায়াল দাম- |
আইভারমেকটিন ইনজেকশন হিসাবে এটি বেশ জনপ্রীয় খামারী ও ভেটেরীরারি ডাক্তারদের মাঝে। গরু, মহিষ, ঘেড়া ছাগল, ভেড়া, শুকর ইত্যাদি গৃহপালীত প্রাণির জন্য একটি আদর্শ পরজীবীনাশক।
গবাদিপশুর কৃমিনাশকি ঔষধের মধ্যে এটি অন্যতম।