এসবি নেট (SB Nate Vet) একটি গবাদি পশুর মেটাবলিক এসিডিওসিস সমস্যার কার্যকরি ঔষধ। এসবি নেট নামক গবাদি প্রাণির ইনজেকশন টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি প্রাণির জন্য ল্যাকটিক এসিডোসিস, বারবিচুয়েটস টক্সিসিটি ইত্যাদি রোগের চিকিৎসায় ও প্রতিরোধে ইনজেকশনটি প্রাণির শীরায় ব্যবহার হয়ে থাকে।
প্রায়ই দেখা যায় ছাগল ঘরে ঢুকে চাউল, গম, আটা, ভাত, অন্যান্য ফসল প্রচুর পরিমানে খেয়ে ফেলে। এতে ছাগলের পেট ফুলে যায়, জাবর কাটা ও প্রসাব-পায়খানা বন্ধ হয়ে যায়। এতে অনেক সময় ছাগল মারা যায়। এ সমস্যা বেশি হলে, দেরি না করে দ্রুত এসবি নেট ভেট ইনজেকশন শিরায় প্রয়োগ করতে হবে।
এসবি নেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | এসবি নেট ভেট (SB Nate Vet) |
ঔষধের গ্রুপ | এলকালাইজার |
ঔষধের ধরন | ইনজেকশন |
নির্দেশিত প্রাণি | রুমিন্যান্ট- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি। |
মুল উপাদান ও পরিমান | প্রতি মিলি ইনজেকশনে আছে- সোডিয়াম বাইকার্বোনেট বিপি– ৭৫ মি.গ্রা. |
কাজ বা ব্যবহার নির্দেশনা | মেটাবলিক অ্যাসিডোসিস, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহনে সমস্যা, গুরুতর প্রাথমিক ল্যাকটিক অ্যাসিডোসিস, বারবিটুরেট বিষাক্ততা, গুরুতর ডায়রিয়া ইত্যাদির সমস্যায় |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র শিরায় প্রয়োগের জন্য ১.৭৮-৪.৪৬ মিলি/কেজি দৈহিক ওজন হিসাবে ব্যবহার করতে হবে। অথবা- ১০০ মিলি / ২২-৫৬ কেজি বডি ওয়েটের জন্য। অথবা ভ্যাটেরিনারিয়ানের পরামর্শক্রমে খাওয়াতে হবে। |
সতর্কতা | নেই |
প্রতিনির্দেশনা | নেই |
প্রত্যাহার কাল | মাংস এবং দুধ- ০ (শূন্য) দিন। |
প্যাক সাইজ | ১০০ মিলি বোতল। |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) | — টাকা |

ছাগল, গরু, ভেড়া, কুকুর, বিড়াল ইত্যাদি পশুতে এই গবাদি পশুর ল্যাকটিক এসিডোসিস, বারবিচুয়েটস টক্সিসিটি ইত্যাদি সমস্যায় ঔষধ টি ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুন- বভি কেয়ার ভেট