এনোরা ভেট ট্যাবলেট (Anora Vet)। এনোরা ভেট একমি কোম্পাণির রুচি বৃদ্ধির ট্যাবলেক। বাংলাদেশের গবাদি পশুর খামারিদের কাছে অতি পরিচিত একটি ঔষধ। দেশের সবচেয়ে ব্যবহৃত বা বিক্রিত ঔষধগুলোর মধ্যে এনোরা অণ্যতম। গরুর মুখের রুচি বৃদ্ধির পাশাপাশি ভিটামিন ও মিনারেলের চাহিদা পুরণ করে।
এনোরা ভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | এনোরা ভেট ট্যাবলেট (Anora Vet) |
ঔষধের গ্রুপ | ভিটামিন-মিনারেল |
ঔষধের ধরন | ট্যাবলেট বা বোলাস |
নির্দেশিত প্রাণি | গবাদি পশু- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি। |
মুল উপাদান ও পরিমান | প্রতিটি বোলাছে আছে- কোবাল্ট সালফেট বিপি- ৫০ মি.গ্রা. ফেরাস সালফেট বিপি- ১০০ মি.গ্রা. থায়ামিন মনোহাইড্রেট ইউএসপি- 25 মিলিগ্রাম ভিটামিন বি 12 ইউএসপি- 20 মিলিগ্রাম এবং কোলিন বাইটারট্রেট বিপি- 9.1 মিলিগ্রাম |
কাজ বা ব্যবহার নির্দেশনা | ক্ষুধামান্দ্য, খাবারে অরুচি, অভাবজনিত লক্ষণ সমূহ প্রতিরোধ, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে, কৃমিনাশক ঔষধ সেবনের পর নির্দেশিত। |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম | শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গরু/ মহিষ– প্রতিদিন দুইটি করে বলা আছে পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে। ছাগল/ ভেড়া– প্রতিদিন একটি করে পলাশ পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে। |
সতর্কতা | নেই |
প্রতিনির্দেশনা | নেই |
প্রত্যাহার কাল | মাংস এবং দুধ- ০ (শূন্য) দিন। |
প্যাক সাইজ | ১৪/৪ বোলাস |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |

ফেরাস সালফেট রক্ত বর্ধক হিসাবে কাজ করে। ভিটামিন বি ১২ স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও খাবারের রুচি বারায়। এটি একটি নিউট্রেশনাল প্রডাক্ট তাই সুস্থ্য ও যে কোন সমস্যায় খাওয়ানো যায়
আরো পড়ুন: হেপাটোভেট
এইটার দাম কত ??